১৯৬৯ সালে ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান।
আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করার পর শেখ মুজিবুর রহমানসহ অভিযুক্ত সব আসামিরা মুক্তিপান৷
ছবি: একুশে-টিভি
২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয় এবং ওই সভায় তৎকালীন ডাকসুর সভাপতি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
বঙ্গবন্ধু উপাধি ১৯৭১ সালের ১৭ই এপ্রিল স্বাধীনতার ঘোষনা পত্রে গৃহিত হয়৷
১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অন্যান্য রাজনৈতিক দল ভেঙে দিয়ে 'বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ' (বাকশাল) নামে জাতীয় রাজনৈতিক দল গঠন করেন। এই দলের চেয়ারম্যান ছিলেন শেখ মুজিবুর রহমান ৷
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করে রিসালদার মোসলেহ উদ্দিন। কর্নেল ফারুক- রশিদের নেতৃতে, শেখ হাসিনা এবং শেখ রেহেনা ছাড়া পরিবারের অন্যান্য সব সদস্যও সে দিন ভোর রাতে বঙ্গবন্ধুর সাথে নিহত হন৷
মেজর ডালিম ছিলেন শেখ কামালের বন্ধু এবং সেই মেজর শরিফুল হক ডালিম বেতারে ঘোষণা দেন, ‘আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। কারফিউ জারি করা হয়েছে। ’
১৯৭৫ সালের ১৬ আগস্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাফন করা হয়, তবে দুঃখজনক হলেও সত্য, সেই দিনই মৃত্যু হয় এক নেতার এক দেশের বাকশালের৷
বঙ্গবন্ধুকে হত্যা করে ছিলেন শেখ মুজিবুর রহমান নিজে ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি৷ যিনি গণতন্ত্র আর মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে বঙ্গবন্ধু উপাধি পেয়ে ছিলেন, তিনিই আবার ক্ষমতায় বসে, গণতন্ত্র -মানুষের অধিকার, বাকস্বাধীনতা হরন করে বিকল্প রাজতন্ত্র কায়েম করে ছিলেন৷
গত ১লা জানুয়ারী ২০২২, প্রধান বিচারপতির মুখ থেকে জানা গেল, বঙ্গবন্ধু মৃত এবং মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধু চেয়ে অনেক শক্তিশালী৷
আসলে কি তাই, এক সময় গাউস, কুতুব পীরদের সময় ছিল, তাহারা মরেও অধিক শক্তিশালী হত, এখন এই সব কিচ্ছা কাহিনীর মধ্য সীমাবদ্ধ৷
ছবি: ডেইলী ষ্টার
বাকশালকে আর জীবিত করা যাবে না, কোন মৃত শক্তি দিয়েও না, সেটা এখন পরিস্কার৷
ছবি:বডি-প্রতিদিন
শেখ হাসিনা পিতা হত্যার প্রতিশোধ এবং একদলিয় শাসন ব্যবস্তা প্রতিষ্ঠার করার যে স্বপ্ন দেখে ছিলেন, সেটা বাস্তবায়ন করতে গিয়ে ভুল করে মৃত বঙ্গবন্ধুর দ্বিতীয় জানাযা পড়তেছেন! ছবি: প্রথম আলো
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৮