একটা ছেলে একটা মেয়ে, ছব্দনাম মুরাদ এবং মাহি।
মাঝে মাঝে মাহির সাথে মুরাদের, পথে মধ্যে দেখা হতো, মাহি একটা মৃদু মিষ্টি হাসি দিতো কিন্তু কোন কথা হতো না।
একদিন মাহির বিয়ে হয় এবং শশুর বাড়ী চলে যায়। কিছু দিন পর মুরাদ বিষ পান করে আত্মহত্যা করে। কয়েক মাস পর মাহিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মুরাদ কেন বিষ পান করলো তার তদন্ত করতে গিয়ে পাওয়া গেল কয়েটি গানের কলি তার খাতার মধ্যে।
‘শুধু তোমাকে চাই, তোমাকে’, ‘যারে চাইলাম তারে কেন পাইলাম না রে’।
তদন্ত শেষে মুরাদের আত্মহত্যার জন্য কাউকে দায়ী করা গেল না, ধরে নেওয়া হয়েছে গোপনে সে কাউকে ভাল বাসতো।
(১) মুরাদের আত্মহত্যার জন্য সে নিজে দায়ী অর্থাৎ তার নফস দায়ী।
‘যারে চাইলাম তারে কেন পেলাম না’,
সে না পাওয়ার কারনে সে হতাশা আর অন্তর জ্বালায় ভুগছিল।
অর্থাৎ (২) তখন সে তার নফস এর উপর অত্যাচার করছিল।
‘আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে’,
সে প্রচন্ড রকম স্বার্থ পর ছিল, তার কাছে অন্যের চাওয়া পাওয়ার কোন মুল্য ছিল না।
অর্থাৎ (৩) তার নফস ছিল অসুস্থ।
এই নফসের অসুস্হতার কারনে সে আত্মহত্যা করে।
আমরা জানি, হায়াত মউত আল্লাহর হাতে, এতে মনে করতে পারি যে, প্রত্যক কিংবা পরোক্ষ ভাবে মুরাদের আত্মহত্যা করার পিছনে তাঁর হাত ছিল!
—————————-অসমাপ্ত ————————-
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২০