পরকাল বিশ্বাস করলে আছে, না করলে নাই।
পরকালের আগের কাল বর্তমান, বর্তমানের পূর্বকাল অতীতকাল।
পরকাল অন্য অর্থে ভবিষৎ-কাল।
আত্মা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে।
আত্মার কোন ক্ষয় নাই, তার কোন মৃত্যুও নাই।
আত্মা একটা শক্তি যার কোন রং নাই, গন্ধ নাই, স্বাদ নাই, যাকে দেখা যায় না ছোঁয়াও যায় না, কেমনে আসে কেমনে যায় তাও কেউ যানে না।
পরকাল বিশ্বাস না করলে আত্মা বলতে কিছুই না। যুক্তি দিয়ে বিশ্বাস করার মত কোন যুক্তিও নাই।
পরকাল নাই, আত্মা নাই কিন্তু জীবন বা প্রান বলতে তো কিছু একটা আছে, না এটাকেও অস্বীকার করে বলবো, আমরা অস্তিত্বহীন!
মায়ের গর্ভে আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়, তখন জীবন থাকে না। যখন জীবন থাকেনা তখন থাকে বলি মৃত। মায়ের গর্ভেই কোন এক সময় বাহির থেকে আত্মা এসে ঢুকে, যতক্ষম পর্যন্ত আত্মা দেহে থাকে ততক্ষন পর্যন্ত বলি জীবন আছে আর যখন এই আত্মাকে বাহির করে নিয়ে যাওয়া হয় তখন বলি মৃত।
আত্মা দেহের ভিতর ঢুকানোর আগেও ছিল, তখন আমরা ছিলাম মৃত। জীবত থেকে আত্মা যখন বাহির করে নেওয়া হবে তখন দেহ হবে মৃত, জীবনহীন দেহ।
আবার যখন মৃত দেহের ডিএনএ থেকে আরেকটা দেহ তৈরি করে সেই আত্মাকে ঢুকানো হবো (কি ভাবে হবে সেটা আমাদের জ্ঞানের বাহিরে) তখন দেখব আরেকটা জগত সেটাকে পরকাল বলি।
আজকের আত্মা পরকালের ভবিষ্যত, কি ভাবে নিজের আত্মাকে অস্বীকার করবো!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:০৮