‘যাহা বলিবো তা করিবো, যা করিবো তাহা বলিবো’
হায়, তা তো কবিতায় নাই,
কবিতা লিখা আমার কাজ না,
নিরাশ হবো না, হতাশা যে এসে যায়।
আবেগ চাই, সূর্য কে চাঁদ দিয়ে ঢাকতে চাই,
সাম্য চাই, ছোট বড় এক রেখায় দেখতে চাই,
হাতের রেখায় ভাগ্য নাই,
মরতে চাইলে মরা যায়।
ধর্য্য ধরে দেখছি হায়,,
আইন বাইন আছে যা আইনের খাতায়,
হায়,আদালত দেখলে নিমাঙ্গ দেখায়,
মসজিদে যায় মন্দিরেও যায়,
নাচে গায়, ওয়াজীরে ওয়াজ শুনায়,
ক্ষমতা যে ইতর প্রানীর হাতে যে হায়!
ওই যে ভবিষৎ, নিজ হাতে দেখা যায়,
মৃত্যু কাম্য নয়, মৃত্যুর দ্বার দেখেছি যে হায়,
বাচঁতে চাই, মরতে যে হবে ভাই,
আপন পর কারও রক্ষা নাই!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:১১