ছবিঃ ম্যাডাম
পূর্ণিমার চাঁদ পূর্ন হয়ে, হয় অপূর্ণ,
দাঁড়ায় না কারো জন্য,
আসে অমাবস্যা,
চাঁদ হয় শূন্য, থাকে শুন্যে,
তখনও দাড়িয়ে থাকে না কারো জন্য।
সুখটাও সেই চাঁদের মত,
সুখের পাত্র পূর্ণ হয়ে, হয় অপূর্ণ,
আসে দুঃখ, সুখ হয় শূন্য, থাকে শূন্যে,
সুখ দুঃখ দাড়িয়ে থাকে না কারো জন্য।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৩৫