বলিউডের রাজি( Raazi) মুভিতে বলা হয়েছে "ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘঠিত হয়েছে।আর ভারত এই যুদ্ধে জয় লাভ করে পাকিস্তানের একটা খন্ডকে ভেংগে দিয়েছে"।
মুভির প্রথমেই এই বক্তব্য দেয়া হয়েছে।
স্পষ্ট বলা হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারত জয় পেয়েছে।
পাকিস্তানি হানাদারদের হারানো বাংলাদেশের নামই নেই কোথাও!!!
ইতিহাস বিকৃত করে দিচ্ছে ওরা.....
....ইন্ডিয়া আমাদের সহায়তা করেছে।
কিন্তু ওরা প্রচার করছে ওরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছে।
বলিউডের গুন্ডে মুভিতেও সরাসরি বলা হয়েছে " ১৯৭১ সালে ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধে ভারত জয়লাভ করে আর বাংলাদেশ নামক একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়"।
....মুভিটা অনেক বছর আগে দেখেছিলাম।
কিন্তু এখনো পুরো কথাটা আমার মনে আছে।
...তাহলে কি আমরা ভারতের দেয়া ভিক্ষা?
সত্যি?
.....দেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষরা।
আর তারা বিভিন্ন মুভিতে এইটা দাবি করছে তারা যুদ্ধে জয়ী হয়েছে।
তাদের ভবিষ্যৎ প্রজন্ম বড় হচ্ছে এটা জেনে যে বাংলাদেশ হচ্ছে ভারতের দেয়া ভিক্ষা।
শুধু তাই নয়... বলিউড মুভি ইন্টারন্যাশনালি প্রভাব ফেলবে।
চিন,আমেরিকা সহ বড় বড় দেশগুলার বর্তমান প্রজন্ম এটা জেনে বড় হবে 'বাংলাদেশ' ভারতের সৃষ্টি।
....একটা সিনেমা মানুষের চিন্তাভাবনা-জ্ঞান সবকিছুতেই প্রভাব খাটায়।
আর ভারতের সিনেমা নির্মাতারা খুব ভালোভাবেই সেটার ব্যবহার করে যাচ্ছে।
প্রতিনিয়ত ইতিহাস বিকৃত করেই যাচ্ছে।
আমাদের দেশের মাথাদের এই ব্যাপার কি চোখে পড়ছেনা?
....দেশ হুমকির মুখে পড়বে একটা সময়।
এই মুভিগুলো দেখে ভুল জেনে বড় হওয়া প্রজন্ম আমাদের দেশকে ময়লা ছাড়া কিছুই ভাববে না।
ফেসবুকে বিভিন্ন ইন্ডিয়ান পেইজে মাঝেমধ্যেই অনেক ইন্ডিয়ানকে কমেন্ট করতে দেখেছি যে ভারত আমাদের স্বাধীনতা দিয়েছে। সোর্স- জেনে কিনবো।
.....দেশের মাথাদের কাছে বর্তমান প্রজন্মের একজন হয়ে অনুরোধ করি প্লিজ ব্যবস্থা নিন।
শক্তহাতে ইতিহাস বিকৃতি বন্ধ করুন।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪২