মাঝে মাঝে তোমার কথা আমার মনে পড়ে,
মাঝে মাঝে আমি তোমাকে মিস নামক আবেগী জিনিসটা করি।
মাঝে মাঝে আমি তোমায় স্বপনে হাতড়িয়ে বেড়াই,
মাঝে মাঝে তোমায় ভেবে আমি স্মৃতিচারণ করি।
মাঝে মাঝে তোমাকে ভেবে আমার মন খারাপ হয়ে যায়,
মাঝে মাঝে তোমাকে ভেবে আমার কান্না আসে।
কিন্তু আমি তো তোমাকে ঘৃণা করি,
তুমি তো আমার কেউ-ই নও।
তারপরেও মাঝে মাঝে আমি এমন উদ্ভট হয়ে পড়ি কেনো?
অকারণেই এমন উম্মাদ হয়ে যাই কেনো?
আমি তো তোমাকে ভালোবাসি-ই না,
তাহলে আমার এমন অনুভব হয় কেনো?
তুমি কেনো আসো আমার স্মৃতিতে?
তোমায় তো আমি ডাকি না,
তোমায় ভেবে তো আমি রোমন্থন করি না।
তোমায় তো আমি চাইই না!
তবুও কেনো তুমি আসো আমার মস্তিস্কের প্রতিটি সেল জুড়ে?
তবুও কেনো তুমি আসো আমার প্রতিটি শিহরণ জুড়ে?
কেনো কেনো কেনো?
আমি তো জানি না,
আমাকে তো জানতে দেওয়া হয় না।
অদৃশ্য এক তুমি বলে উঠো,
সব কিছু জানতে নেই।
কিন্তু কিন্তু কিন্তু...
আমার সব কিছু জানা চাইই,
আমার সব প্রশ্নের উত্তর চাইই।
আমার সব কেনোর উত্তর চাইই,
সব কেনোর উত্তর, সব!
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০