সব সময় যেকোনো পরিস্থিতিতে যেই ছেলেটি কিংবা মেয়েটির মুখে হাসি লেগেই থাকে। তোমরা ভাবো তার মতো সুখী আর কেউ হয় না। হতে পারে না। তার কোনো কষ্ট নেই। তোমরা কি কখনো সেই ছেলেটি কিংবা মেয়েটিকে অন্য দৃষ্টিতে গভীরভাবে লক্ষ করেছো? তোমরা কি দেখেছো ওই হাসিখুশি মুখের আড়ালে একরাশ ক্রান্তির ছাপ অস্পষ্ট ভাবে ফুঁটে রয়েছে। কিংবা চোখের নিচের ওই কালো ডার্ক সার্কেলটা কখনো খেয়াল করেছো কি? অথবা হাসিখুশি মুখের ওই বিষণ্নতার কথা? থাক! সেসব না হয় বাদ-ই দিলাম। জানি তোমরা ওসব দেখোনি। দেখার বিন্দুমাত্র চেষ্টাটুকু পর্যন্ত করোনি। তোমাদের এতো সময়ই বা কোথায়! তোমরা বুঝবে না হাসিখুশি থাকা মানুষগুলো প্রতিনিয়ত নিজের মাঝে কতোটা কষ্ট বয়ে বেড়াচ্ছে। সব দুঃখ, কষ্ট, বেদনার সামনে এক অদৃশ্য দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে। আর করে যাচ্ছে এক অদ্ভুত অভিনয়। মেকি হাসি দিয়ে বুঝিয়ে দিচ্ছে বারংবার তারাই প্রকৃত সুখী। তাদের চেয়ে সুখী আর কেউ হতেই পারে না।
***
তোমরা কি কখনো ভেবেছো ক্রান্তিময় অবয়বের উপরে হাসিময় আস্তরণ নিয়ে আসতে তাদের কতো কিছু বিসর্জন দিতে হয়েছে? কিংবা চোখের নিচের ওই ডার্ক সার্কেলটা তৈরী হতে কতোটা রাত ঘুমহীন কাটিয়ে দিতে হয়েছে? জানি তার হিসেব তোমাদের জানা নেই। জানার কথা ও না। দিন শেষে তারা পায় সুখী মানুষের ট্যাগ। আর তোমরা পাও দুঃখী মানুষের ট্যাগ। তারা যখন লোকচক্ষুর আড়ালে নিঝুম রাতে একলা হয়ে পড়ে। তখন কি তোমরা তাদের খুব কাছ থেকে না হোক। একটু দূর থেকেও কি তাদের কষ্টটুকু উপলব্ধি করেছো? জানি করোনি। তোমরা তখন নিজেদের জীবন নিয়ে প্রতিদিনের মতো হা হুতাশ করতে ব্যাস্ত। তোমরা ভাবো তোমরা খুব কষ্টে আছো। আর ওই মানুষগুলোর মনে কষ্টই নেই! তোমরা আক্ষেপ করে বিধাতাকে বলে উঠো মাঝে মাঝে, 'শুধু আমি-ই কেন? আমার সাথেই কেনো এমন হয়? আমাকে কেনো ওদের মতো হতে দাও না? কেনো ওদের মতো থাকতে দাও না?'
খোঁজ নিয়ে দেখো। হয়ত তারা তোমার চেয়ে অধিক অধিক কষ্ট বয়ে বেড়াচ্ছে এক অদ্ভুত হাসি নিয়ে। তারা হাসতে ভালোবাসে। হাসাতে ভালোবাসে। অন্যদের ভালো রাখার মাঝেই তারা সুখ খুঁজে পায়। নিজেদের নিয়ে ওতো ভাবার সময় কোথায়? মাঝে মাঝে অভিনয় করে বেড়াতে খুব বেশি না। একটু কষ্ট হয়ে পড়ে। এই যা। এই হাসির দেওয়াল ভেদ করে ওপারে যাওয়া চারটে খানি কথা নয়। যেটা তোমরা কখনো বুঝবে না। কখনই না। ভালো থাকুক মানুষগুলো। ভালো থাকুক হাসিখুশি থাকা মানুষগুলো। খুউব বেশি-ই ভালো থাকুক।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯