মনে পড়ে সেদিনের কথা?
যেদিন বলেছিলে তুমি আমায় তোমার করে নিলে।
আমি অবাক হইনি সেদিন,
মেঘের ভেলায় উড়ে বেড়িয়েছিলাম।
কিন্তু তোমায় আমি পাই না,
তুমি হারিয়ে গেলে অতল গহব্বরে।
হঠাৎ ভাবনার বেড়াজাল হতে বেড়িয়ে আসা,
অবুঝ এই মনের গড়ে উঠা।
আকস্মিক এক ধুম্রজালের মায়া ভেদ হলো,
তুমি আবারো পদার্পণ করলে আমার পৃথিবীতে।
বিশ্বাস করো,
আমি সেদিনও অবাক হইনি।
আমি মুক্ত বিহঙ্গের মতো ডানা বাড়িয়ে দিয়েছিলাম,
কারণ আমি জানতাম তুমি আসবে।
তোমার বলা কথা আমার সত্যি মনে হতো,
কারণ তুমি ছিলে আমার সকল মৌনতা জুড়ে।
কিন্তু আমি মহাপুরুষ নই,
তাই তোমার রহস্যময়ী হাসির মানে খুঁজে পাইনি।
তুমি ছলনাময়ী ছিলেনা,
বরংচ আমিই ছিলাম ভালবাসার কাঙ্গাল।
নিজেকে বিলিয়ে দেওয়ার সুযোগ কজনেরই বা হয় বলো?
আমার হয়েছিল।
কিন্তু হঠাৎ আমার এক ফালি আকাশ কালো মেঘে ঢেকে যায়,
গাঙচিলেরাও আমায় ফেলে উড়ে চলে যায়।
আমি পথ ভ্রষ্ট হয়ে পড়ি,
আমি আবার তোমায় হারিয়ে ফেলি।
দিন শেষে আমি একা হয়ে পড়ি,
রক্তবর্ণ দু'চোখে তোমায় খুঁজে ফেরি।
তুমি থাকো প্রতিটি প্রহসন জুড়ে,
কিন্তু তোমায় আমি পাই না।
আমি তোমার লেখা গল্পের চরিত্র নই,
তাই তোমার চুলের গভীর কালোয় হারিয়ে যাওয়ার সাধ জাগে।
আমি যান্ত্রিক যাতাকলে পিষ্ট ছন্দবিহীন এক পথিক,
তাই হাতড়িয়ে বেড়াই পথ ঠিকানাবিহীন।
আমি নিছক খেলার গুটি নই,
তাই তোমার পথ পানে চেয়ে থাকি প্রহসনহীন।
আমি মায়ার জগতের অনাকাংখিত এক ব্যার্থ প্রেমিক,
তাই অকারণেই তোমার ভালবাসা খুঁজে ফেরি।
কিন্তু তোমায় আমি পাই না,
তুমি হারিয়ে গেছো মহাকালের ধুম্রজালে।
আছো আকাশের এক ঝাঁক তারা হয়ে,
তাই আমার বিনিদ্র রজনী কাঁটে তোমায় দেখে।
কিন্তু তোমায় আমি পাই না,
তবুও তোমায় আমি পাই না।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮