সকল দুর্নীতির উদোম পিঠে হাত বুলিয়ে আমার স্থলন হয়ে যায়,
অথচ গতকাল সকালেও পেটপুরে খেয়েছিলাম এক পশলা বৃষ্টি
তারপর ভেবেছিলাম উত্তেজক আবহাওয়ার কাছে অলৌকিক
কোনো এক কফিসন্ধ্যায় তুমুলবৃষ্টিকে সাক্ষী করে জমা রেখে দেবো-
এই গ্রহের উজ্জ্বলতম বস্তু!
তুমি লুকিয়ে আনবে হৃদয়,
অথচ, আমাকে জীবন দেখাবে বলে
গতবছর নিয়ে গিয়েছিলে চিলেকোঠায়।
আমি বারবার জিঙ্গেস করি, ভুলে গেছো কি?
তুমি বিরক্ত হলে, হাসলাম।
প্রথম কবে ভালোবেসেছিলাম মনে নেই।
শুধু মনে আছে, প্রথম কবে ঘুরে এসেছিলাম আত্মহত্যাপ্রবণ অঞ্চল।
এই বৃষ্টিস্নাত দিনে ভুলে যাওয়া আর মনে রাখার সার্কাসে
লাভ-ক্ষতি হয় কিনা জানিনা,
প্রেমিকারা তো একা থাকে না,
টাকার বিনিময়ে কিনে নিতে জানে শীতল ভালোবাসা।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫