১.
অনামিকা, তুমি একের পর এক আড্ডার দ্বৈত বৈঠকে-
ভালোবাসা খুঁজে বেড়াও, এক পুরুষ থেকে অন্য পুরুষের হৃদয়ে।
তুমি তো ভ্রমর হতে পারতে, প্রকৃতি ভুলতো না তোমার ত্যাগ
অথচ কি দূর্ভাগা তোমার কপাল!
সেদিন যদি না ফেরাতে, তবে হয়তো-
থাক, দুঃখ বাড়িয়ে কি লাভ বলো?
সামনের বৈশাখ এলে না হয়, একমুঠো গোলাপ কিংবা বেলীফুলের মালা-
কি অদ্ভুত! আমি কি ঠুনকো উপহার-ই-না তোমায় নিবেদন করছি দেখো?
অনামিকা, সেপ্টেম্বরের এই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ছুঁয়ে বলছি, ভালোবাসি।
নিজের সকল আশা-আকাঙ্খার কাঁটাতার পেরিয়ে বলছি, ভালোবাসি।
এভাবেই প্রতিদিন নিজেকে জানাই, তোমার অস্তিত্বে না আমার অস্তিত্বেই তুমি আছো!
আমি এখন হুট করে আসা লোডশেডিং,
আমাকে রোজ ছুঁয়ে দেয় কত নিয়ামত
শুধু তুমি আমাকে ছুঁয়ে দাও না, আমিও তোমাকে।
অনামিকা, আমি চাই তোমার দীর্ঘায়ু হোক।
আমি বেঁচে থাকি আর কিছুকাল,
কেউ একজন মনে রাখুক, আমি ছিলাম।
কেউ একজন মনে রাখুক, আমি ভালোবেসেছিলাম।
কেউ একজন অন্তত মনে রাখুক, আমি স্বার্থপর ছিলাম আমার ব্যাক্তিগত একমাত্র বান্ধবীর ব্যাপারে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫