অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবসকে নিয়ে লেখা আত্মজীবনী ‘আই স্টিভ: দ্য বুক অফ জবস’ প্রকাশিত হওয়ার আগেই রিটেইলার জায়ান্ট অ্যামাজন প্রিঅর্ডার নেয়া শুরু করেছে। আর প্রিঅর্ডার নেয়া শুরু করতেই এটি টপচার্টের শীর্ষস্থানে চলে এসেছে। খবর হাফিংটন পোস্ট-এর।
প্রকাশক সায়মন অ্যান্ড স্কুস্টার জানিয়েছে, এই প্রথমবারের মত স্টিভ জবসের অফিশিয়াল বায়োগ্রাফি প্রকাশিত হচ্ছে।
বই সম্পর্কে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুরো বইটি ৪৪৮ পৃষ্ঠার অনেকগুলো অধ্যায় নিয়ে রচিত। এটির আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে মার্চ ৬, ২০১২ সালে। বইটি লিখেছেন প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম-এর ম্যানেজিং এডিটর ওয়াল্টার আইজ্যাকসন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বইটি অ্যামাজন থেকে খুব সহজেই নিজের জন্য কিনে নিতে পারবেন পাঠকরা। এই প্রি অর্ডারে প্রতিটি হার্ড কভারের মূল্য হিসেবে দিতে হবে ১৯.৮০ ডলার করে। আর কিন্ডল এডিশন এর জন্য ১৪.৯৯ ডলার করে।
উল্লেখ্য, ২০০৯ সালে নিজের বায়োগ্রাফি লেখার জন্য ওয়াল্টারকে অনুমতি দেয়েছিলেন স্টিভ জবস।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘আইস্টিভ: দ্য বুক অফ জবস’ বইটি অ্যাপলভক্তদের স্টিভ জবস বিষয়ে অনেক অজানা তথ্য দেবে এবং তার সাফল্যের শীর্ষে যাওয়ার রহস্য জানার সুযোগ করে দেবে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১১ দুপুর ১২:২৬