একবার তিন লোক মারা গেলো। যথারীতি একটা আবুল, একটা কাবিল আরেকটা লুল।
এখন স্বর্গের দারোয়ানের টার্গেট হইলো লুলটারে ঢুকতে দেয়া হবে না। কিন্তু লুলটারে আটকাবে কেমনে? দারুন চিন্তার বিষয়। এমন সময় আবিস্কার হইলো স্বর্গে সিট খালি আছে মাত্র দুই টা, পাবলিক হইলো তিন পিস। এখন স্বর্গের দারোয়ান লুলটারে আটকানোর জন্য একটা পরীক্ষা নিবে ঠিক করলো। যথারীতি ওল্ড সিলেবাসে পরীক্ষা। বানান করো প্রতাযোগিতা।
আবুলরে কইলো ক্যাট বানান করো, কাবিল রে কইলো ব্যাট। যেহেতু ওল্ড সিলেবাস, লুল জানতো তারে চেকোস্লাভাকিয়া বানান করতে কইবো। এবং হইলোও তাই, বুদ্ধিমান লুল বানান করলো এবং পাশ করলো। এইবার স্বর্গের দারোয়ান দেখলো বিপদ তো, খেলাতো ড্র হইলো। সে এইবার তার আসল অস্ত্র ছাড়লো। আবার পরীক্ষা নিতে হইবো।
এইবার আবুলরে কইলো "কবুতর আও আও" বানান করো, কাবিল রে কইলো "কবুতর খাও খাও"। যেহেতু ওল্ড সিলেবাস, লুল জানতো তারে কি বানান করতে কইবো। এবং অতি বুদ্ধিমান লুল তাই আগেই বানান কইরা ফেললো "কবুতর প্চ্যুঁ প্চ্যুঁ"। কিন্তু লুল খাইলো ধরা, স্বর্গের দারোয়ানের অট্টহাসি দেইখা সে প্রশ্নপত্র খুইলা, ভালো কইরা পইরা দেখে প্রশ্নে লিখা "বানান কর: কবুতর যাও যাও"
মোরাল ১: অতি লুল এর গলায় দড়ি
মোরাল ২: সামনে বিশ্ববিদ্যালয় ভর্তা (?) পরীক্ষা, অতএব, পোলাপাইন সাবধান! ভালোমতো প্রশ্নপত্র পড়িয়া লইয়ো, নচেৎ তোমাদিগের অবস্থাও সেই লুল এর মতো হইবেক!!!
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০৭