প্রশ্নের অবসাদ
অশ্রু হাসান
হতাশারা গালে হাত দিয়ে বসে বসে
হতাশা ঘেরা স্মৃতির জাবর কাটছে,
বেচারা অবলা হতাশার খেয়ে দেয়ে আর কাজ নেই,
ধুয়ে মুছে সাফ হয়ে ভেসে যাবে কি হতাশা?
আশার কণ্ঠের ভাষা দিনকে দিন
অস্ফুট স্বরের ধ্বনিতরঙ্গের রূপ ধারণ করছে,
দুর্বল ম্রিয়মান আশার কাছে আশা করাই বৃথা শ্রম,
ভরসার শক্তি ফিরে পাবে কি আশা?
দুঃখরা কষ্টের বুলেটে ঝাঁঝরা হতে হতে
ছিন্ন ভিন্ন দেহের টুকরো হয়ে পড়ে আছে,
অপেক্ষায় আছে চিল শকুনের খাদ্য হওয়ার,
অপেক্ষার অবসান হবে কি দুঃখের?
আনন্দরা বসন্তকালীন অবকাশের ছুটিতে গিয়ে
ফিরে আসার কথা ভুলে বসে দিব্যি ছুটি কাটাচ্ছে,
ঐশ্বর্য প্রাচুর্যের আনন্দের বড্ড ভুলোমনা মন,
মনে করে ফিরে আসবে কি আনন্দ?
ধৈর্যের সীমা অসীম করার শক্তি নেই,
কেটে যাবে কি জীবন প্রশ্নের অবসাদেই?
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০