পটপরিবর্তন
অশ্রু হাসান
ছেলেটা জানতো না ভালোবাসা শব্দের তাৎপর্য, এই শব্দটার তাৎপর্য ছেলেটাকে বুঝিয়েছিল মেয়েটা, শব্দটার অক্ষরের পরতে পরতে যে অকৃত্রিম এক নিষ্কলুষ আবেগ মিশে থাকে তা চিনিয়েছিল মেয়েটাই। যে ছেলে কিনা শব্দটার সত্যিকার অর্থই জানতো না সেই ছেলে কিনা মেয়েটার এমন আচরণে ভালোবাসার স্কেচ এঁকে ফেলে মনের ভিতরে, সুচারু চিত্রশিল্পী যেমন তার চিত্রশৈলীর ভাবনা ভালোবেসে কাগজে তুলির আঁচড়ে আঁকে।
দিন যায়, রাত হয়, সেই রাত শেষে আবার নতুন ভোর হয় আর দিনের পর দিন ছেলেটার ভিতর মেয়েটার জন্মিয়ে দেয়া ভালোবাসা বীজের অঙ্কুরোদগম হয়ে চারা গাছ থেকে এক বিশাল মহীরুহে ধারণ করে। আর ছেলেটার ভালোবাসা যখন ঊর্ধ্ব গগনে মাদল বাজাতে দিন রাত একাকার করে দেয় নিজের আপন স্বত্বা কে নিংড়ে দিয়ে ঠিক তখনই মেয়েটা এসে বলে যায় ওসব কিছু মোহ ছিল, ভালোবাসা আদও ছিল না।
সময়ের স্রোত বিশাল মহীরুহ ধারণ করা ভালোবাসাকে মেয়েটি অনায়েসেই মোহ নামক শব্দ বলে ছেলেটির বুকে টকটকে লাল রঙের কষ্ট সিল গালা করে দেয় আমৃত্যু।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৫ রাত ২:৪১