ক্রোধান্বিত
অশ্রু হাসান
যে অভিমান;
মানবীর কাছে কোন পাত্তাই পায় না,
সে মানবীর উপর আমার অভিমান হয় না,
আমার অভিমান হয়, না পাত্তা পাওয়া সে অভিমানের উপর।
যে ঘৃণা;
মানবীর নির্লজ্জ ছলনার উপর থু দিতে পারে না,
সে মানবীর উপর আমার ঘৃণা হয় না,
আমার ঘৃণা হয় সে নির্লজ্জ ঘৃণার উপর।
যে কষ্ট;
মানবীর কাছে নিপীড়িত অসহায় করে দেয়,
সে মানবীর জন্যে আমার কষ্ট হয় না,
আমার কষ্ট হয় সে অসহায় কষ্টের জন্যে।
মানবীর উপর, মানবীর জন্য;
কোন অভিমান, কোন ঘৃণা, কোন কষ্ট হয় না।
আমার যতোসব অভিমান, ঘৃণা, কষ্ট হয়
সে মানবী কে বাসা ভালোবাসার উপর।
আজ আমি ক্রোধান্বিত,
ভালোবাসা কে নির্দয়া শ্মশান ঘাটে
ক্রোধের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে
হতে যাচ্ছি শান্ত, হয়তো পাবো শান্তি।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮