সময়
অশ্রু হাসান
সময়ের আকাশে দিনের আলো থাকে যখন;
মানুষ দাপিয়ে বেড়ায় প্রান্তর থেকে প্রান্তর,
একটুকুও হাপায় না, জিরোয় না সেই ভ্রমণে।
সবাইর তরে নিংড়ে দেয়, ঢেলে দেয়, বিলিয়ে দেয়
আপন স্বত্বায় গচ্ছিত সম্বল সবটুকু উজাড় করে,
শুধুমাত্র ক্ষণিকের আলোকময় সময়কে উপভোগের জন্যে।
সেই সময়ের আকাশে তিমির রাত্রি নামে যখন;
সেই মানুষ নিজের ছায়াকেও পাশে পায় না,
সঙ্গীদের কারও ছায়া পেলেও তা উবে যায় চুপিসারে
অন্ধকার রাত্রির সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকলে।
উপভোগের একসময়কার জীবনকে ভেংচি কেটে
ছায়াহীন অন্ধকার সময় প্রাণনাশী হতেও সময় নেয় না।
তাই;
দৃশ্যমান বাস্তবতার দিনরাতের পৃথিবীতে সঙ্গী-সাথী অপেক্ষা
সময়কে সময় দেয়াই ঢের ভালো এবং বুদ্ধিমানের কাজ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫১