আমি ভাবতেই পারিনি
ঐ হাত আর এই হাতে ধরে থাকবে না,
নিমিষেই সটাং করে ঐ হাত ঝাড়া মেরে দূর হবে
আমি ভাবতেই পারিনি।
আমি কল্পনাই করতে পারিনি
ঐ চোখে আর এই চোখের স্বপ্ন লালন করবে না,
রাতের আধারেই ঐ চোখ সব স্বপ্ন কবর দিয়ে দিবে
আমি কল্পনাই করতে পারিনি।
আমি বুঝতেই পারিনি
ঐ পা দু’টো আর এই পা দু’টোর সাথে তাল মিলাবে না,
নতুন পা দু’টোর সন্ধানে ঐ পা দু’টো হারিয়ে যাবে
আমি বুঝতেই পারিনি।
আমি বিশ্বাসই করতে পারিনি
ঐ বিশ্বাস এই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করবে,
ছলনার জালে ঐ বিশ্বাস আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবে
আমি বিশ্বাসই করতে পারিনি।
অসাড় দেহ নিয়ে দ্বিধাগ্রস্ত দিগন্তপানে
তাকিয়ে বসে আছি আমি এক হতভম্ব।
অশ্রু হাসান
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪১