ঘুড়ি তুমি উড়ো, তুমি যতদূর পারো যাও, যতদূর পারো,
নাটাইয়ে জড়ানো মাঞ্জা মারা সুতো দিয়েছি ছেড়ে,
ভেবো না ঘুড়ি, আজ সারা বিকেল তুমি ইচ্ছেমত উড়ো।
ঘুড়ি;
সাদা মেঘের একটা ভেলা পেড়ে এনো তো আকাশ থেকে,
কি করবো ভেলা দিয়ে জিজ্ঞেস করছো?
অন্তরে ধারণ করবো, লালন করবো, পোষণ করবো,
তারপর যেমন ছেড়ে দিয়েছি এই বিকেলে তোমাকে
সেই ভেলাকেও ছেড়ে দিবো এমনি খোলা বিকেলে।
এই পৃথিবীতে আজীবন
কাউকে মাঞ্জা মারা সুতো দিয়ে নাটাইয়ে
অথবা অন্তরে ধারন,লালন,পোষণ করা যায় না,
ছেড়ে দিতে হয় দূর দিগন্তে অবাধ বিচরণের তরে,
ঘুড়ি বা মেঘভেলা বেঁচে থাকুক
দূর আকাশে আমার অতৃপ্ত ইচ্ছের সাম্পান হয়ে।
অশ্রু হাসান
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৭