একটা দেশে যুদ্ধ পরিস্থিতি, সিভিল ওয়ার... তাও কি... দেশের সরকার, সরকারের সৈন্য বাহিনী বিন্দুমাত্র সহমর্মিতা পোষণ করে না দেশের সাধারণ মানুষের প্রতি। ওরা অন্য 'জাতের'। তাই 'বিদ্রোহ' দমন নীতি হওয়া উচিৎ ছিল, যা ঘটেছে তা পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহত্তম হত্যাকান্ড।
ওই সময়টা ভয়াবহ ছিল... ভয়াবহ। নয় মাসের ধর্ষন দেশব্যপী... ভাবার চেষ্টা করেও নিজেকে ওই সময়ে ভাবতে পারি না।
আমি কাল বলেছিলাম, অমি পিয়ালের বাবার পান্ডুলিপিতে একটা বাক্য আমাকে খুব ভাবিয়েছে। যন্ত্রণায় ছটফট করেছি ওটা নিয়ে ভাবার সময়। 'জনবিচ্ছিন্ন ইসলামপন্থী'...
যদি ভেবেও নেই, জামায়াত তখন অন্যায় হত্যাকান্ড, ধর্ষন ওগুলোর সাথে যুক্ত ছিল না, বরং ওগুলোর বিরোধিতা করেছে, ভিতরে থেকে... তবু, তবু... দেয়ার ইজ আ বিগ ক্যাচ... 'জন বিচ্ছিন্ন ইসলামপন্থী'... ওরা আসলেই সাধারণ মানুষের মনভাব বুঝতে পারে নি তখন। যখন গান ডাউন করে, ধর্ষন করে আতংক সৃষ্টি করা হচিছল, তখন ওদের মিন মিনে গলায় বিরোধিতা করাই যথেষ্ট ছিল না, উচিৎ ছিল পাকিস্তানি সরকারের সাথে অসহযোগিতা করা...
সিলি একটা ব্যপার কাজ করছিল তখন, ভারতের সাহায্য নিলে দেশটা ওদের হাতে চলে যাবে। ফ্র্যাঙ্কলি, আমি দ্্বিজাতি তত্ত্বের যৌক্তিকতা বুঝি না। শুধু মাত্র ধর্মের ভিত্তিতে এরকম পুরো সীমানা টেনে দেশ ভাগ করা সম্ভব কি করে বুঝি না, যেখানে কেউ ধর্ম পালন নিয়ে মাথাই ঘামাচ্ছে না! দ্্বিজাতিতত্ত্বের বিরোধিতা করেছে জামায়াত প্রথম থেকেই, তাহলে মুক্তিযুদ্ধের সময় কেন এই ভুল সিদ্ধান্তটুকু নিল?
সে যাক। এখন আমাদের করণীয় কি?
ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস না জানলে নিজেকে জানব কি করে? কিন্তু ইতিহাস নিয়ে এক্সপ্লয়টেশন সম্ভব। দ্্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদীদের উপর ম্যাসাকার চলল, তারপরে ওই অপরাধ বোধ থেকেই এখনও পর্যন্ত সারা পৃথিবী তার দায় বহন করে যাচ্ছে। সেটা কি হওয়া উচিৎ?
তীব্র হতাশা হয়। মনে হয়, বিচার প্রথমেই হয়ে যেত! অপরাধীদের অপরাধের বিচারের পরে ওদের শাস্তি দেয়া হত! সব শেষ হয়ে যেত! একাত্তরের পরে শুনেছি রাজাকারদের নিয়ে জেলে ভরে রাখা হত, আইন হাতে তুলে নেয়া মানুষের আক্রোশের হাত থেকে বাঁচাতে। রাখা না হত! মেরে কেটে শেষ করে দেয়া হত সবাইকে! তাহলে এখন কনফিউশন হত না। বাংলাদেশের রাজনীতির কোন ভিত্তি থাকত না, কারণ একাত্তর ছাড়া আমাদের তেমন শক্ত কোন রাজনৈতিক ইস্যু নেই সত্যি।
আমরা এখন কি করব? ভয়াবহ ব্যপার হল, পুরো কনটেক্সট বুঝার চেষ্টা না করলে, আমাদের প্রজন্মে, যারা একাত্তরের কিছুই দেখে নি, তাদের পক্ষে তখনকার মানুষদের চেয়েও অনেক বেশি ঘৃণা সম্ভব... চরমপন্থী হওয়া সম্ভব সহজেই... এই নিয়ে ব্যবসা করা সম্ভব।
জানি না কেন লিখছি এসব। কাল থেকে মনে হচেছ আমি খুব অক্ষম... বুঝতে অক্ষম, বুঝাতে অক্ষম... আগেও এই নিয়ে তর্ক হয়েছে, তখন তিনজনের সাথে চ্যাট করে বুঝেছিলাম না বুঝে কি ভীষণ রক্তাক্ত করে ফেলেছি... ঠিক করেছিলাম, এই নিয়ে আর তর্কাবো না। কারণ তর্কের সময় 'প্রতিপক্ষ' সৃষ্টি হয়ে যায়, তাই আমার দৃষ্টিভঙ্গি কেউ বুঝতেও চাইবে না।
আমার সবগুলো পোস্ট এক এক করে ঘুরলাম। খুব চেষ্টা করেও 'মুছে ফেল' তে চাপ দিতে পারলাম না। এত মানুষের এত ভালবাসার মন্তব্য কি করে নিজ হাতে খুন করব! থাকুক ওগুলো। বাকির খাতায় থাকুক। কথা দিচ্ছি, এই ভালবাসাগুলো ঠিক ঠিক সুদে আসলে ফিরিয়ে দিব... নো ফাঁকিবাজি...
আপাতত আমার একটা ছোট খাট ছুটি দরকার। আপনাদের যাদের জীবনী শক্তি নষ্ট হল আমার পিছনে, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। ভাল থেকেন সবাই...
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৯:৩৩