নাসিরনগর ঘটনার আড়ালে দাউদ মার্সেন্টকে ভারতের হাতে হস্থান্তর করেছে সরকার। গত ৪ দিন আগে কারাগার থেকে মুক্তির পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ ভারতের দ্যা হিন্দু পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশের সব পত্রিকা বলছে বলছে দাউদ মার্চেন্ট মুম্বাই পুলিশের কাছে।
ঢাকা টু মুম্বাই ফ্রি ট্রানজিটে বন্দি বিনিময়!! বাহ!! দাদারা সত্যিই গ্রেট!! তার চেয়েও গ্রেট বাংলাদেশের অবৈধ নতজানু সরকার!! আসলে কিছু করারও নাই, ক্ষমতা রক্ষার্থে আরো কত কিছু যে ফ্রিতে বিলিয়ে দিবে কে জানে???
তবে ফ্রি ট্রানজিটে বন্দি বিনিময়ের জন্যই যে সরকার নাসিরনগর কান্ড ঘটিয়েছে আমি কিন্তু সেটা বলছি না। তবে আমাদের অবৈধ সরকার কর্তৃক দাদাদেরকে সকল নি:স্বার্থ বিনিময় কিন্তু সবসময় এমনসব কান্ডের আড়ালেই ঘটে থাকে। কখনো এসব কান্ড নিজেরাই ঘটান, কখনো সোনায়সোহাগা রুপে এমনিতেই ঘটে যায়।
বাংলাদেশের কারা কতৃপক্ষ বলেছে দাউদের সাজার মেয়াদ শেষ হওয়াতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। জেল থেকে বের হয়ে সে কোথায় গেছে জানে না। সে বের হয়ে কোথায় গেছে এমনটি কেউ বলতে পারছে না। দাউদ এখন ভারতীয় পুলিশ হেফাজতে। তার মানে কি কাশিমপুর কারাগারের সামনেই ভারতীয় পুলিশের অবস্থান? বিষয়টি চিন্তার? নাকি ওপেন সিক্রেট??
এর আগেও দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রাষ্ট্র পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালীকে কোর্টপ্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে। পরবর্তীতে তার ঠাই হয়েছে কলকাতার দমদম কারাগারে। দীর্ঘদিন গুম থাকা বিএনপি নেতা সালাহউদ্দিনকেও পাওয়া গেছে ভারতের শিলংয়ে। এমনকি এমনটাও শোনা গেছে বিমানবন্দরের পাশে থেকে পাকিস্তানী তিন নাগরিককে গ্রেপ্তার করেছে "র"। পরবর্তীতে স্বরাষ্ট্রমমন্ত্রী বলেছেন তিনি কিছুই জানেন না!!
বাহ! কি আশ্চর্য ব্যপার!! তিনি নাকি একটিচ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী! অথচ দেশে কি ঘটছে, কোনদিক দিয়ে বিদেশী গোপন বাহিনী ঢুকে লোকজনকে অপহরণ গুম করে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, অথচ তিনি নাকি কিছুই জানেন না!!! কোনো অপরাধীর জন্য আমাদের কোনো মায়াকান্না নেই। আমাদের উদ্বেগ দেশটাকে নিয়ে। এটা একটা স্বাধীন দেশ, কারো মগেরমুল্লুক না!!!
এক্ষেত্রে অনুপ চেটিয়ার ভাগ্যটা ভালোই বলতে হয়। সরকার তাকে অনেকটা প্রটোকল দিয়েই সীমান্ত পার করে দেয়। দাউদ প্রটোকল পেয়েছে কিনা জানি না। তবে দেশের সার্বভৌমত্ব যে দাদাদের পৈতার প্যাচে আটকা তা বুঝতে আর বাকি নাই!!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩