মতিউর রহমান নিজামীর ফাঁসির তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েপ এরদোগান। তুরস্কের কোজায়লী শহরে অনুষ্ঠিত এক বিশাল জন সমাবেশে মতিউর রহমান নিজামীর ফাঁসিকে হত্যাকান্ড দাবি করেন এবং শেখ হাসিনাকে জালিম আখ্যা দিয়ে তিনি বলেন, “জালিমের স্থান জাহান্নামেই হোক, এটাই চাই” !!
তিনি বলেন, “তুরস্কের CHP এর মত একটি কট্রর সেকুলারিষ্ট পার্টি এখন বাংলাদেশের ক্ষমতায়। যে দলেন প্রধান একজন মহিলা। নিজামী একজন আলেম ও জ্ঞানী মানুষ। এমনকি তিনি একজন সাবেক মন্ত্রীও। অথচ তাকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে। বেশি কথা বলতে চাই না। জালিমের স্থান জাহান্নামেই হোক, এটাই বলবো।”
ইউরোপের সমালোচনা করে তিনি বলেন, আজ তারা চুপ কেনো? গনতন্ত্রের দাবিদাররা কোনো কথা বলছে কি? আজ পশ্চিমা বিশ্বে এমন ঘটনা ঘটলে আজ কেয়ামত হয়ে যেতো!! অথচ নিহত ব্যাক্তি একজন মুসলমান এবং একজন মুসলিম নেতা হওয়ায় তারা সবাই হাসছে!! সিরিয়ার ঘটনার মতই হাততালি দিচ্ছে!!
এরদোগান বলেন, তুরষ্কে মৃত্যুদন্ডের বিধান না থাকলেও আদালতের সিদ্ধান্তের আলোকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের কারনে প্রতিদিন ওরা(পশ্চিমারা) আমাদের মাথা নষ্ট করে দিচ্ছে, অথচ বাংলাদেশের এই সিরিয়াস ঘটনাটি তারা না দেখার ও না শুনার ভান করে আছে, এরই নাম বিবেকহীন, অবিচার, মুনাফেকি বা লোক দেখানো!!
বাংলা সাবটাইটেলসহ তার বক্তব্যটি এই ভিডিওতে দেখুন.....
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৩৮