একটি মজার সমস্যা দেওয়া যাক।চিন্তা করতে থাকুন।
"তিনটি সাদা ও দুটি কালো টুপি থেকে যে কোনও তিনটি টুপি নিয়ে তিনটি বাচ্চার মাথায় পরিয়ে তাদের এক সারিতে দাঁড় করানো হল,যেন পেছনের বাচ্চাটি সামনের দুজনকে দেখতে পায়,মাঝের বাচ্চাটি শুধু তার সামনের বাচ্চাটিকে এবং সামনের বাচ্চাটি কাউকেই দেখতে না পায়।এবার টুপির মোট সংখ্যা,রঙ এসব বলে দিয়ে তাদের জিজ্ঞেস করা হল,তাদের মাথায় কি রঙের টুপি আছে তারা অনুমান করতে পারবে কিনা।পেছনের বাচ্চাটি বলল সে পারবে না।তখন মাঝের বাচ্চাটিও বলল সে পারবে না।তাই শুনে সামনের বাচ্চাটি তার মাথার টুপির রঙ বলে দিলো।কিভাবে সম্ভব এবং সামনের জনের মাথায় কোন রঙের টুপি ছিল????"(সমস্যার উৎসঃনিউরনে অনুরণন- মুহাম্মদ জাফর ইকবাল ও মোঃ কায়কোবাদ)
এখানে একটি কথা বলে রাখা দরকার ,বাচ্চা তিনটি ছিল খুব বুদ্ধিমান।সমস্যাটি সমাধান করতে পারলে সমাধান ও সমাধানের পদ্ধতি কমেন্টে লিখুন।
সত্যিকার অর্থে,এই সামু ব্লগে গণিত বিষয়ক লেখা তো অনেক দূরের ব্যাপার বিজ্ঞান বিষয়েই তেমন কোনও লেখা পাওয়া যায় না।অল্প কিছু লেখা পাওয়া গেলেও সেসব লেখার পাঠক থাকেন খুব স্বল্পসংখ্যক।তবে আমি আশাবাদী।আশা করছি ধীরে ধীরে এ বিষয়টির উন্নতি ঘটবে।