বিগত দিনে যাদের সাথে দেখা হয়েছে, জিজ্ঞেসে করেছে কেমন আছি, বলেছি 'আলহামদুলিল্লাহ … ।' 'ভাল আছি', বলতে গিয়েই মুখে আটকে যায় । কিভাবে আমি বলি ভাল আছি !! কোন দেশে আছি আমরা ! ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে কি এই স্বাধীনতা পেয়েছি আমরা!
আবার কেউবা হইতো বলবে এসব বিছিন্ন ঘটনা !
তবে কেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই হত্যার কথা শুনতে হয়/
কেন প্রতিদিন ঘুম থেকে উঠেই কোনো মায়ের আর্তনাদ শুনতে হয়?
তবে আমাদের মানসিকতা ধীরে ধীরে গন্ডারের চামড়ার ন্যায় হয়ে যাচ্ছে। যদিও নাকি গন্ডার কিছুকাল পর হলেও অনুভূতি পায়! আমরা তাও পাই নাহ! আমরা কাদা ছুড়াছুড়ি নিয়ে বিজি নাকি ব্যাস্ত!!
#গতকাল থেকে যারা যারা সোহানের হাত কাটা,চোখ উপড়ানো ছবি ফেইসবুকে আপলোড দিয়ে সোহান হত্যার বিচার চেয়েছেন,সেক্যুলাররা সোহান হত্যায় নিরব কেন,তারা আসলে সিলেক্টিভ মানবতাবাদী বলে বুলি কপচিয়েছেন, তারা কি আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দীকি স্যারের গলা কাটা ছবি আপলোড দিয়ে বিচার চাইবেন?
যদি না চান, তাহলে কথিত মানবতাবাদীদের মতো আপনিও ভন্ড, সিলেক্টিভ মানবতাবাদী।
হত্যা-খুন যে পারস্পেকটিভ থেকেই হোক- সেটা অপরাধ।আপনি যদি ভেবে থাকেন যে - খুন হওয়া ব্যক্তি আপনার প্রতিপক্ষ, প্রতিবাদ করার কি দরকার, তাহলে মার্টিন নিমলারের নিম্নোক্ত কথাগুলো আপনার জন্য-
'প্রথমে তারা কমিউনিষ্টদের ধরতে এলো- কিন্তু আমি কিছুই বলিনি।কারন, আমি কমিউনিষ্ট ছিলাম না।
তারপর তারা সমাজতন্ত্রীদের ধরতে এলো-কিন্তু আমি কিছুই বলিনি।কারন, আমি সমাজতন্ত্রী ছিলাম না।
এরপর তারা ট্রেড ইউনিয়নিষ্টদের ধরতে এলো-কিন্তু আমি কিছুই বলিনি।কারন, আমি ট্রেড ইউনিয়নিষ্ট ছিলাম না।
তারপর তারা ইহুদিদের ধরতে এলো-কিন্তু আমি কিছুই বলিনি।কারন, আমি ইহুদি ছিলাম না।
এরপর তারা আমাকে ধরতে এলো।কিন্তু হায়!! ততদিনে আমার পক্ষে কথা বলার জন্য কেউ আর অবশিষ্ট নেই।'
নিশ্চিত থাকুন এমন চললে আর প্রতিবাদ করার কেউইই থাকবে নাহ! নিজেকে নিয়েই ব্যাস্ত থাকবে !
শুধু এখন এইটুকুও চিন্তা করি , আর কত রক্ত ঝড়লে শান্তি পাব। ... আমার মাঝে মাঝে লজ্জা হয় যে সোনার বাংলাদেশের মতো দেশে জন্ম নেওয়ার পরেও কেন শান্তিতে বসবাস করতে পারবনা। কিসের অভাব দেশে? তবে কেন এত হানাহানি? একটা মানুষের কত সম্পদের প্রয়োজন? কতটা সম্মানের প্রয়োজন? কতটা ক্ষমতার প্রয়োজন? বলতে পারে?