তুই যদি হতিস আমার দূর আকাশের শুকতারা,
ইচ্ছা হলে ছড়িয়ে দিতেম সন্ধ্যে বেলার বাহারা ।
তুই যদি হতিস সকাল বেলার দিগন্তের সূর্যটা,
যখন ইচ্ছা ঘুমের ঘোরে থামিয়ে দিতাম সময়টা ।
তুই আমার অলস সময়ের অলস কবিতার মুগ্ধ স্রোতা,
সময় শেষে বলবি হেসে কি ফালতু ছাইপাঁশ এটা ।
তুই আমার ক্লান্ত দুপুরের শেষ বিকেলের গানটা,
আমার কাছে তুই মানে হল শুরুর শেষেও বন্ধুতা ।