কোলের শিশুর টিকেট লাগবে এইবার...!! এহেন সিদ্ধান্ত যদি নিতে পারে তাহলে তামিমকে বাদ দেয়াটা যুক্তিসংগতই হয়েছে। তবে আমাদের অতীতের ম্যাচ গুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে তার বেশির ভাগ সাফল্য এসেছিল ওপেনিং জুটির উপর ভিত্তি করে। বাংলাদেশের সেরা ওপেনিং জুটি যদি ধরা হয় এখন পর্যন্ত টা হচ্ছে তামিম-ইমরুল জুটি। আমার প্রশ্ন তামিমকে বাদ দিয়ে নাজিমুদ্দিনকে নেয়াটা কত টুকু যুক্তিসংগত হয়েছে? নাজিমুদ্দিনের বিপিএল পরিসংখ্যান ও তার হয়ে কথা বল্বেনা। যদি জুনায়েদ সিদ্দিকিকেও নেয়া হত তাহলে আমার আর এ তর্কে যাওয়া উচিত হতনা। আর হ্যাঁ, তামিম বিশৃঙ্খল হয়ে উঠেছিল, তবে টা বোধহয় সে ইতিমধ্যে শুধরে নিয়েছে আশা করি। আমাদের দল যেখানে খেলার মান নিয়ে বিদেশী মিডিয়ায় বা দলে প্রশ্নবিদ্ধ হয় সেখানে লোটাস কামালের উচিত ছিল নিজের ক্যারিয়ারের চিন্তা বাদ দিয়ে সেরা দলটি নির্বাচন করা । আশরাফুলের জায়গায় আনামুল হক প্রথম পছন্দ, যদিও সে উইকেট কিপার। তবে অনেক দেশে দুজন উইকেট কিপারকে এক সাথে খেলানো হয়।সাকিব তো আমাদের দলের প্রানভ্রমরা... তবে ওর একার ব্যাটিং এ দল সাফল্যের সম্মুখীন হবেনা। আর আছে আমাদের নতুন বিস্ফোরক নাসির হোসেন। মিডল অর্ডারে মুশফিক ও রিয়াদ যথার্থ। আর বোলিঙে মাশরাফি,ইলিয়াস সানি, শফিউল ই দিতে পারে সাফল্য, সেইসাথে সাকিব আর রিয়াদের অফ স্পিন বোলিং তো আছেই।
সুতরাং, আমার দল হত----
-- তামিম ইকবাল ( স্ট্যান্ডবাই আছে, যদি প্রথম একাদশে সুযোগ পায়)
--ইমরুল কায়েস
--জুনায়েদ সিদ্দিকি (যদিও ও দলে নাই, তাই এইখানে যে কেও থাকতে পারে)
--আনামুল হক
--সাকিব আল হাসান
--মুশফিকুর রহমান
--নাসির হোসেন
--মাহমুদুল্লাহ রিয়াদ
--মাশরাফি বিন মুর্তজা
--শফিউল ইসলাম
--ইলিয়াস সানি