যখন এমন দিনে শহরে বরফ নেমে আসে ,
নিঃসঙ্গ স্নো-ম্যান সব দাঁড়ায় অজীব ঘাসে ,
আর শীতল জিহ্বায় চেটে নিতে থাকে সাদা অন্ধকার ;
হিমাঙ্কের নিচে বসে প্রেমিকেরা তখন মৃত্যুকে ভালোবাসে ,
পর-পুরু্ষের হাতে প্রেমিকারা শিহরিত হয় বারবার ।
' শৈত্যের আঘাতে মৃত্য ! ' এই খবরে তোমার কি বা দায় ?
কারো স্পর্শ মুছে গেলে ফের নতুন আঙুল এসে যায় ;
এক শহরে বরফ নেমে এলে অপর শহরে গরম রোদ্দুর
এক শরীরে সংগীত নেমে এলে অপর শরীরে শূন্যতার সুর ।
'শৈত্যের আঘাতে মৃত্যু!' এই খবরে তোমার কি বা দায় ?
এক প্রেমিকের মৃত্যুতে অনেক নতুন প্রেমিক এসে যায়।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬