রেস্তোরায় অফিসেতে কোলাহল ঘুরে বেড়ায়
অন্ধের আজন্ম ব্যর্থ দুই চোখের মত দিশেহারা ;
সেই ধ্বনি-ঝড়ের তলায় বসে মানুষেরা সিপ সিপ করে
চা পান করে এবং গভীরে গভীরতর উদ্বেগ অনুভব করে
শেষপর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করে।
আমার মতন কেউ কেউ অবশ্য হাহাকার আর আহাজারি
লেপতোষকের ভিতর চাপা না রেখে নিয়ে আসে প্রকাশ্যে
তুমুল আড্ডায় , বৈবাহিক জমায়েতে , পারিবারিক খোশগল্পে
অপ্রস্তুত বাক্যবিন্যাসে , সহসা নিঃস্তব্ধতায় , দুর্বোধ্য কবিতায়
কিংবা সিলিং ফ্যান থেকে লম্বমান শরীরের সংকেতে ;
এইসব অস্বাভাবিক ঘটনায় পড়লে মানুষেরা দলবেধে
হৃদয়পুরে গভীরে গভীরতর উদ্বেগ মাত্রাহীনভাবে অনুভব করে
এবং দুর্যোগ উপশমের প্রাণান্তকর চেষ্টা করে শেষমেষ
আমাদেরকে কবর দিয়ে এসে ঘুমিয়ে পড়ে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩