১
দীর্ঘ চারবছর পরেও
স্মৃতিকাতর ঝুলবারান্দার বিস্তৃত আঁচলের ছায়ায়
এক উজ্জ্বল খয়েরি রঙের টাইমবোমা হয়ে দাঁড়িয়ে আছো :
স্তনের নিচে সুরক্ষিত ত্রস্ত ঘড়ির টিকটক
এই চারবছর পরেও আমার ভিতরে জন্ম দেয়
এক কুসংস্করাচ্ছন্ন মূর্খের ; যে ভরা মজলিশেই
নতজানু হয়ে ঘোষণা করবে নির্লজ্জভাবে :
আমার ভালোবাসা এখনো বেঁচে আছে ; এই আমার ধর্মীয় বিশ্বাস।
২
এর চেয়েও বড়সত্য হলো যে ,
জিন্সের টাইট মোড়কের কথা ভাবলেই আজো আমি
বিকল্প সব পাপকে দূরে সরিয়ে দিয়ে
একমাত্র
তোমার দিকেই
মুখ ফেরাই
আর
একমাত্র
তোমার নামেই
করি
শ্লোক উচ্চারণ ।
৩
শ্লোক :
যদিও সহজে রশির ভিতরে দেয়া যায় গলা
তবু শুধু শুধু এই ' ভালো আছি ভালো আছি ' বলা ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫১