হ্যা , আমার অনেক কাজ জমে আছে , অনেক অনেক কাজ
(সিড়ির নিচে সে এখনো দাঁড়িয়ে , এখনো দাঁড়িয়ে ,এখনো দাঁড়িয়ে , দাঁড়িয়ে )
হ্যা, মেসের বাজার করতে হবে , সিভি জমা দিতে হবে দশেক , মোবাইলে টাকা
ভরতে হবে (শুধুশুধু) , টিউশুনিতে যেয়ে বকেয়া বেতনটা নিতে হবে আর সর্বোপরি
(তার ঠোট চকোলেট আইস্ক্রিমের সহোদরা , তার চুল ফার্সী বিড়াল-প্রতিম ,
তার চোখ আর চশমা নক্ষত্ররাজির লীলাক্ষেত্র , সে এখনো দাঁড়িয়ে আছে)
হ্যা, আজকে বাথরুম পরিষ্কার করতেই হবে , ব্লিচিং পাউডার লাগবে ,
হ্যা, ব্লিচিং পাউডার কিনে আনতে হবে বাজার থেকে , হ্যা ব্লিচিং পাউডার
(তার কোমল হাতে বসে থাকা ঘড়ি বলছে , সময় নেই , কিছু করো কিছু করো
তার গ্রীবা থেকে কটিদেশ পর্যন্ত বিস্তৃত খয়েরি সুতার জমিন বলছে , অধিকার করো)
মূলত ঘরেও জমে আছে অনেক ময়লা , পুরো বাজে অবস্থা , ময়লার দাগ চারিদিকে
(সে চলে যাচ্ছে ; একদা আলোকিত সিড়িতে ফের নেমে আসছে অন্ধকার )
কিছু করা চাই এই ব্যাপারে ; সুন্দর , স্বচ্ছ , মসৃণ ফ্লোর দরকার , দরকার
(সে চলে যাচ্ছে ; তার হাইহিলের একেকটা পদক্ষেপে কোথাও অনেক গভীরে
রেখে যাচ্ছে , এলোমেলো বিশৃঙ্খল , অসংখ্যা কালো দাগ , কালো দাগ )
কিছু করা চাই এই ব্যাপারে ; অনেক কাজ জমে আছে , অনেক কাজ , সময় নেই
এইসব দাগগুলো , ফ্লোরে জমে আছে , বড্ড অসুন্দর দেখায় ; পরিষ্কার করা দরকার
(অস্তিত্বের দেয়ালে, মোজায়েকে , টাইলসে , কোনায় কোনায় কালো দাগ )
এত কাজ আজকে , এত ব্যস্ত থাকব , একটুকুও অবসর নেই , একটুকু ভাবার নেই
(রাস্তা পার হওয়ার সময় তার কোমরে অন্য হাত ; তার চোখের মুখোমুখি অন্য চোখ
তার ঠোটের বিপরীতে অন্য ঠোট , তার শরীরের উপর আরেক শরীর )
হ্যা , যেতে হবে , যেতে হবে , এখুনি চলে যেতে হবে, রাস্তায় কাজে বের হতে হবে
একটি পূর্ণাঙ্গ কর্মদিবস চেয়ে আছে আমার দিকে , আমার অবসর নেই , অবসর নেই
(নেই , নেই , নেই , নেই , নেই , শুধু দাগ , কালো , কালো দাগ)
না, পরে ভাবব। বড্ড বেখেয়ালে , বড্ড অগোছালো হয়ে গেছি কেন ?
( স্বর্ণালী কেমন আছে এখন, সে কি আমাকে কাপুরুষ ভাবে , কাপুরুষ ভাবে?)
না, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে চারিদিকে , প্যাকেটের পর প্যাকেট ,
প্যাকেটের পর প্যাকেট , বিজ্ঞাপনের মত এক স্রোতে চকচকে সাদা
(স্বর্ণালী কেমন আছে এখন, সে কি আমাকে কাপুরুষ ভাবে , কাপুরুষ ভাবে?)
হ্যা, বিজ্ঞাপনের মত চকচকে মসৃণ সাদা ; চকচকে মসৃণ সাদা , মসৃণ সাদা ,আহ!
( স্বর্ণালী কেমন আছে এখন, সে কি আমাকে কাপুরুষ ভাবে , কাপুরুষ ভাবে?)
ব্লিচ , ব্লিচ ,ব্লিচঃ আহ! কি সুন্দর দেখাচ্ছে এই মেঝে আর মোজায়েক
ব্লিচ , ব্লিচ , ব্লিচ (কাপুরুষ কিছু করো , অধিকার করো )
ব্লিচ , ব্লিচ ,ব্লিচ আহ! কি সুন্দর দেখাচ্ছে এই মেঝে আর মোজায়েক
ব্লিচ , ব্লিচ ,ব্লিচ (সে চলে যাচ্ছে ; তার হাইহিলের একেকটা পদক্ষেপে কোথাও অনেক গভীরে রেখে যাচ্ছে , এলোমেলো বিশৃঙ্খল , অসংখ্যা কালো দাগ , কালো দাগ )
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪০