এই যে হ্যালো, শুনছ তুমি, রাখছি বলে আগে
কাটবে না প্লিজ কল টা আমার, হঠাৎ মিষ্টি রাগে
ঠিক করেছি হাঁটবো দুজন, ব্যস্ত ভিড়ের রথে
গায়ে গায়ে গা মিলিয়ে সন্ধ্যা নামা পথে।
প্রতিদিনের রুটিন গুলো একঘেঁয়ে খুব লাগে
জীবনটাকে দিচ্ছে ঢেকে সাদা কালো দাগে
রেস্তরাঁতে রোজ তো বসি, আজ চলো ফুটপাতে
ঢের বেশি সুখ কফির থেকে মাটির ভাঁড়ের চা'তে।
কিনবো গোলাপ রক্ত রাঙা রেশমী চুড়ির সাথে
হাঁটবে যখন ঝন-ঝন-ঝন বাজবে তোমার হাতে
বসবো কোথাও বলবো কথা একটু সুযোগ পেলে
মুগ্ধ চোখে দেখবো তোমায় আঁখি দুটি মেলে ।
বলবে তুমি, এবার চলো, রাত চলেছে বেড়ে
বলবো আমি, না দেবো না, যেতে আমায় ছেড়ে।
মিষ্টি হেসে বলবে তুমি, আর কটাদিন পরে
লাল টুকটুক বধূ সেজে যাবো তোমার ঘরে।
দেখবো সেদিন কত সময় তোমার কাছে থাকে
আমার পাশে বসো কতো শত কাজের ফাঁকে ।
খানিক হেসে বলবো আমি, এসো আমার কাছে
দেখবে কতো ভালোবাসা জমাট বেঁধে আছে।
আমার দিকে তাকিয়ে তুমি বলবে মিষ্টি হেসে
এমন করেই রাখবে বলো , আমায় ভালোবেসে ?
আমি তখন হাতটি তোমার ধরবো মৃদু চেপে
হঠাৎ আমার এমন ছোঁয়ায় উঠবে তুমি কেঁপে ।
বলবে ছাড়ো এবার যাবো ফিরতে হবে ঘরে
ফিরতে ঘরে দেরি হলে চিন্তা ওরা করে ।
একটু বসে ফিরবো ঘরে বেশ কিছু পথ হেঁটে
এরই মাঝে ফুচকা খাবো দুজনে ভর পেটে ।
আজকে তুমি একটু সময় সাজিয়ে রেখো হাতে
ফিরতে ঘরে দেরি হলে বকে বকুক তাতে ।
এইযে হ্যালো, হ্যালো-হ্যালো, কাটলে কল টা রাগে !
তোমার এমন মিষ্টি রাগ খুব যে ভালো লাগে ।