কিশোর বয়সের অনুভূতি! আহা! কি ভালবাসা! কিশোর বয়সের ভালবাসা গুলো এতটাই প্রবল যে, আমরা থুরথুরে বুড়ো হওয়ার পরও এই ভালবাসা, এই অনুভূতি ভুলবো না।
যদিও বেশির ভাগ ক্ষেত্রেই কিশোর বয়সের ভালবাসা গুলো ভেঙে যায়। স্বপ্ন প্রচুর দেখায়! কিন্তু একটাও পূরণ হয় না। মাধ্যমিকের মধ্যেই সম্পর্ক গুলো চুলোয়। মেয়েরাই সম্পর্ক গুলো ভেঙে দেয়, বেশির ভাগ ক্ষেত্রে। কখনও ফ্যামিলির চাপে পড়ে, কখনও তাদের এক্সপেক্টেশন বেড়ে যায় যে আরও বেটার কেউ আছে।
ভাগ্যক্রমে হাজারটা সম্পর্ক ভাঙার মধ্যে দু একটা সম্পর্ক টিকে যায়! ভালবাসার যুদ্ধে এই টিকে যাওয়া প্রেমিক প্রেমিকা গুলো অনেকটা এলিয়েনের মতো। মানে আমাদের মতো সাধারণ মানুষ থেকে এদের মন মানসিকতা, ভালবাসা, অনুভূতি সবই আলাদা। এরা একে অপরের ছাড়া থাকতে পারে না। এদের কেমেস্ট্রি আমি লিখে প্রকাশ করতে পারব না। তবে এই বলতে পারি, সাধারণ (আমাদের) সম্পর্ক থেকে আলাদা।
এরা বিয়ে করার উদ্দেশে একে অপরকে ভালবাসে না, কিন্তু ভাগ্য কিভাবে কিভাবে যেন এদেরকে এক করে দেয়! বিয়ে কিন্তু শেষ পর্যন্ত হয় ওদের!
এই রকম কিশোর বয়সে প্রেমে পড়ে, বারো বছর প্রেমে অংশগ্রহণকারী যুগোলের বিয়ে খাওয়ার পর আমি যেমন আনন্দিত এবং বিস্মিত! তেমনি এই গরমে নাজেহালিত এবং ক্লান্তিত!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৩