অবিশ্বাস্য এই ছবিটি গত ২রা মার্চ Jason Ward টুইটার-এ শেয়ার করেছিলেন। ছবিটির ফটোগ্রাফার Martin Le-May এবং তাঁর স্ত্রী পার্কে হাঁটার সময় ক্যামেরার ফ্রেমে বন্দি করেন ।
ছবিটিতে দেখা যায় একটি বেজী উরন্ত ইউরোপিয়ান সবুজ কাঠঠোকরা পাখির পিঠে আরোহন করছে। তবে এতে পাখিটিকে খুব একটা খুশি দেখাচ্ছেনা। এটা বুঝাই যায় যে এটা কোনো আনন্দ ভ্রমন নয়। পাখিটিকে খাওয়ার উদ্দেশ্য ব্যতিত বেজীটি তার পিঠে চড়ে বসেনি।
কারন পাখির বাসায় হামলা করা, পাখির ডিম, বাচ্চা আর পাখিদের ধরে খাওয়ার ব্যাপারে বেজীর বেশ কু-খ্যাতি আছে।
Le-May ঐ পাখির পিঠে বেজীর একের পর এক ছবি তুলছিলেন, অবশেষে পাখিটি মাটিতে নেমে এল আর বেজীর হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম শুরু করলো।
Le-May এবং তাঁর স্ত্রী-কে দেখে সাময়িকভাবে বেজীটি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলো আর সেই সুযোগে পাখিটি ছুটে বাঁচতে পেরেছিলো আর ততক্ষনে বেজীটিও লম্বা ঘাসের মাঝে অদৃশ্য হয়ে গেলো।
ফটোগ্রাফার Martin Le-May
সূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৩