আমরা প্রায়ই বাচ্চাদের আদর করে, খেলার সময় অথবা তাদের কান্না থামানোর জন্য ঝাঁকানোর চেষ্টা করি। অনেকটা এই ছবির মতো করে।
কিন্তু এর ফলে যে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে সেই সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই ধারণা নেই। এতে সারা জীবনের জন্য শিশুর ব্রেইন ডেমেজ হয়ে যেতে পারে। এভাবে শিশুকে ঝাঁকানোর ফলে যে সমস্যা দেখা দেয় তাকে ম্যাডিকেল ভাষায় SBS বা Shaken Baby Syndrome বলে। এ ধরনের সমস্যা সাধারনত ২ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তা ৫ বছর বয়সী পর্যন্ত বাচ্চাদেরও হতে পারে।
এই ঝাঁকানোর ফলে যে ধরনের সমস্যা হতে পারে তা হলোঃ
১) মস্তিষ্কে রক্তক্ষরণ
২) স্থায়ীভাবে মস্তিষ্ক ডেমেজ
৩) চোখে রক্তপাত
৪) স্পাইনাল কর্ড ডেমেজ
৫) পাঁজর এবং হাড় ফ্র্যাকচার
আরো অন্যান্য যে লক্ষন গুলো দেখা দিতে পারে তা হলোঃ
১) বাচ্চা বিরক্ত করা
২) বাচ্চা খেতে না চাওয়া
৩) শ্বাস কষ্ট
৪) বমি হওয়া
৫) ফ্যাকাশে বা নীল চামড়া পরিলক্ষিত হওয়া
তাছাড়া বাচ্চার বুদ্ধি বিকাশ, শিক্ষা অর্জনের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং মৃগীরোগ হতে পারে। বিভিন্ন সময় তদের আচরণ অস্বাভাবিক দেখা যায়।
তাই বাচ্চাদের সাথে খেলার সময় এবং কান্না থামানোর সময় আমাদের সাবধান থাকা উচিত, কখনো যেন এভাবে তাদের না ঝাঁকাই।
Source : 1) Click This Link
2) The Children’s Hospital at Westmead Click This Link
3) MedlinePlus (a service of the US national Library of Medicine)
4) Wikipedia about Shaken baby syndrome Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০১