জীবনের চলার পথে আমাদের অনেক ঘটনা -দূর্ঘটনা ঘটে , আবার অনেক দুঃখের স্মৃতির পাশা পাশি সুখেরও স্মৃতি জড়িয়ে থাকে ।অনেক কিছু হাড়িয়ে যায় জীবন খাতার পাতা থেকে আবার অনেক কিছু শত চেষ্টা করেও ভোলা যায়না ।তেমানি আমিও ভুলতে পারিনি অনেক কিছুই , যা এখনো হৃদয়ের কার্নিশে উঁকি দিয়ে যায় ঘুম হীন নির্জন মধ্য রাতে ...........।
মনে পরে যায় সেই স্বর্ণালী শৈশবের ডাংগুলী খেলার দিন গুলি , সুঁতা ছেড়া ঘুড়ির পেছনে পেছনে ছুটা , দাড়িয়া বান্দা আর হাডুডু ।দশ্যি ছেলের দলের সাথে
বাউন্ডুলের মতো ভর দুপুরে পুকুর ঘাটে ঝাঁপা ঝাঁপি ।মনে পরে সেই কৈশরে
মায়ের জমানো টাকা চুরি করে বন্ধুদের সাথে প্রথম সিনেমা হলে যাওয়ার কথা ।
টিফিনের পয়শা বাঁচিয়ে কেনা প্রথম সিগারেটে টান মেরে নিজেকে যথেষ্ট বড়ো মনে করা । ছোট খাটো অপরাধের কারনে বাবার শক্ত শ্বাসন আর মায়ের অপার ভালোবাসার কথা.......।
এখনও এই শত ব্যাস্ততার মাঝে সেই দিন গুলি খুঁজে ফিরি , জনি তা আর পাবোনা কখনো ফিরে....।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১০ ভোর ৬:৩১