বাবা শুধু বাবা নয় যেন এক সৈনিক
খেটে যায় আজীবন সেতো দৈনিক,
সংগ্রামী সে যে সংগ্রামী
খুব দামী সে যে খুব দামী।
থেমে যায় সব তবু সে তো থামে না
ঘেমে যায় দেহ তার মন ঘামে না;
বাবা তুমি আমার চোখে দেখা
জীবনের সেরা মানব,
বাবা আমি তোমার কাছে শিখি
শত সহস্র আদব।
সংসার সন্তান নিয়ে এ জীবন
সংগ্রাম করে যে যায় আজীবন,
হেরে যেতে পারে সব সে তো হারে না
ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না।
পড়ে যায় কতো উঠে দাঁড়ায় তবু
লড়ে যায় শত হাল ছাড়েনা কভু।
বাবা তুমি আমার চোখে দেখা
জীবনের সেরা মানব,
বাবা আমি তোমার কাছে শিখি
শত সহস্র আদব।
একটুও নেই যার শ্রমের মায়া
বটবৃক্ষের মতো দিচ্ছে ছায়া।
প্রতিদান চায় সবে সেতো চায় না
যতটুকু পায় সবে সেতো পায় না।
বাবা তুমি আমার চোখে দেখা
জীবনের সেরা মানব,
বাবা আমি তোমার কাছে শিখি
শত সহস্র আদব।
তোমার তুলনা তুমি নিজেই
যতো কথাই বলুক আর বাকিরা,
রাব্বির হামহুমা কামা
রাব্বা ইয়ানি সাগিরা।
..................................................।
ছবিঃ গুগল থেকে
মশিউর রহমানের ইউটিউব গান অবলম্বনে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২