ফেসবুকের যুগে এদেশে ভার্চুয়াল চেতনা প্রয়োগ অনেক সহজ, এজন্যই আজকাল চেতনা অনেক ফাঁপা হয়ে উঠেছে.....
অতিরিক্ত ওষুধ যেমন স্বাস্থ্যকর নয়, তেমনি অতিরিক্ত চেতনাও অচেতনতার সৃষ্টি করে। সবজায়গায় চেতনার ব্যবহার করলে একসময় চেতনাকে টয়লেট পেপার হিসেবেও ব্যবহার করার প্রবণতা শুরু হয়ে যাবে......
ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা পতাকা লাগায় দেশকে আর্জেন্টিনা বা ব্রাজিল বানানোর ষড়যন্ত্র করার জন্য না, নিজেদের পছন্দের টিমের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য। এটা চেতনাবাজীর ব্যাপার না, এটা কমোনসেন্সের ব্যাপার...... খেলা শেষ হলে এসব পতাকা আবার নেমে যাবে, এখানে দোষের কি আছে !!!!
চেতনা প্রয়োগ করুন যখন আপনার পাশের বাড়ির মেয়েটাকে বখাটেরা উত্যক্ত করে, চেতনা প্রয়োগ করুন যখন আপনার চোখের সামনে খোলা রাস্তায় যখন কোন চুরি-ছিনতাই-খুন ঘটে, চেতনা প্রয়োগ করুন যখন কোন মৃত্যুপথযাত্রীর রক্তের প্রয়োজন হয়, চেতনা প্রয়োগ করুন যখন নিজ হাতে ঘুষ দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেন। চেতনা প্রয়োগের অনেক প্রয়োজনীয় জায়গা পড়ে আছে, সেগুলোতে ব্যবহার করুন এই দামী বস্তুটি।
কিছু কিশোর-কিশোরীর, তরুন-তরুণীর নির্দোষ ফুটবলের প্রতি ভালোবাসার পিছনে ষড়যন্ত্র খুঁজে সস্তা ফাঁকা চেতনাবাজী করবেন না, ধন্যবাদ।