যুদ্ধ কোন ছেলেখেলা নয়, মায়ানমারের সাথে যুদ্ধ কর বললেই হয়ে গেল না...
শুধু আবেগ ধুয়ে পানি খেলেই হবেনা, আমাদের চিন্তা করতে হবে যে যুদ্ধকে আমরা কতোটুকু সহ্য করতে পারব... বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে গতিশীল গ্রোইং মার্কেট, যুদ্ধ আমাদের এই গতিশীলতাকে নিমেষেই মাটিতে নামিয়ে দিবে। মায়ানমার ফকিন্নি দেশ, ওদের কাছে হারাবার মত কিছুই নেই, ওরা এমনিতেই কোমরভাঙ্গা, ওদের আর ভাঙ্গার কিছু নেই। কিন্তু আমাদের অর্থনীতি ক্রমবর্ধমান, যুদ্ধ আমাদের কোমর ভেঙ্গে দেবে...
মায়ানমার যে টেনশন তৈরির চেষ্টা করছে, এটার পেছনে ভারতের হাত থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। বাংলাদেশের জন্য ভারত অনেকগুলো ক্ষেত্রেই বাজার হারাচ্ছে, নিঃসন্দেহে বাংলাদেশের উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারতের দুশ্চিন্তা রয়েছে। মায়ানমারকে উস্কে দেয়ার পক্ষে এদের হাত থাকা মোটেও অস্বাভাবিক কিছু না। মায়ানমার আর্মির পেইজে গেলে দেখা যায় যে, মায়ানমার ও বাংলাদেশীদের চেয়ে যুদ্ধ নিয়ে ইন্ডিয়ানদের আগ্রহটাই বেশি, প্রশ্নটা এখানেই।
মায়ানমার গরিব, ওদের মানুষ না খেয়ে মরে কিন্তু আমরা উন্নয়নশীল মধ্যবিত্ত। যুদ্ধে জড়ালে নিঃসন্দেহে আমরাই জিতবো, কিন্তু আমাদের কোমর ভাঙ্গার সম্ভাবনাটা স্বাভাবিক......
আর আমাদের বন্ধুদেশ(!!!) ভারত এটা চাওয়াই স্বাভাবিক, তাই তাদের পেছন থেকে মায়ানমারকে উস্কে দেয়ার সম্ভাবনাকে ফেলে দেয়া যায়না....
আমরা যুদ্ধে জড়ালে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হব আমরা। অর্থাৎ, আমরা যুদ্ধে পা বাড়ানো মানেই ষড়যন্ত্রে পা বাড়ানো।
আমি বলছিনা, মায়ানমারকে লাই দিয়ে মাথায় তুলতে, তবে যদি কূটনৈতিকভাবে ওদের দমন করা যায়, তাহলে অস্ত্র হাতে না তোলাই ভালো।
আর যদি সকল কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হয়, তাহলে তো আমাদের হাতে অস্ত্র তুলে নেয়া বাদে আর কোন উপায় থাকবেনা...