সীমান্তে বিজিবির ওপর বিনা উস্কানিতে হামলা চালিয়েছে মিয়ানমার। এতে আমাদের একজন সৈন্যও নিহত হয়েছে, যাকে মিয়ানমার সরকার তাদের দেশের মিডিয়ায় পরিচয় দিয়েছে বিচ্ছিন্নতাবাদী হিসেবে। শুধু এখানেই শেষ না, লাশ ফেরত দেয়ার কথা বলে বিজিবি সদস্যদের ডেকে নিয়ে কাপুরুষের মত তাদের ওপর পুনরায় হামলা চালানো হয়..... জাতি হিসেবে মিয়ানমার চুতিয়া টাইপের, এটা আবারো প্রমান হল।
আমাদের সরকারকে পররাষ্ট্রনীতিতে আরও দক্ষতার পরিচয় দিতে হবে যেন প্রতিবেশী দেশগুলো আমাদের দুর্বল ভেবে এভাবে আমাদের ওপর হামলার সাহস না করতে পারে।
আমরা শান্তি চাই, কিন্তু আমাদের ভদ্রতাকে যেন দুর্বলতা ভাবার অবকাশ না থাকে। বিজিবিকে ঢেলে সাজানো প্রয়োজন, আরও উন্নত করা প্রয়োজন, আরও কার্যকরী করা প্রয়োজন...... এর সাথে আরও প্রয়োজন আমাদের কূটনৈতিক কর্মকাণ্ডকে আরও জোরদার ও কর্মক্ষম করে তোলা...
*** শহীদ সৈনিক মিজানের লাশ ফিরিয়ে এনে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করতে হবে, এটা অনুরোধ না, এটা দাবি।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:০৫