নারী ও পুরুষকে আপনি পার্থক্য করবেন কী দিয়ে ? নারী শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে আর পুরুষ প্যান্ট-শার্ট, পাঞ্জাবি-পায়জামা পরে। নারী নুপূর পরে রুমঝুম শব্দে আপনি পুরুষের কানে ঝংকার তুলে আপনার মন হরণ করে। নারীর দীঘল চুলে আপনার মন হারিয়ে যায় । আপনি পুরুষ সিক্স প্যাক তো লাগবেই নারী জাত-এর হৃদয় কাঁপাতে । ল্যাপটপ বা পিসির ওইপাশে বসে যে কম্পোজ করছে আপনি কীভাবে নিশ্চিত হলেন সে নারী না পুরুষ ? তার লেখার স্টাইল দেখে ? তার প্রোফাইল ছবি দেখে ? কিন্তু কোন নারী বা পুরুষ যদি সচেতনভাবে তার পরিচয় গোপন রেখে লিখে চলে যাতে
ওয়াচে থাকা অবস্থায় যেই পোস্টে গুলি দিয়েছিলাম তার মধ্যে প্রারম্ভিক পোস্ট ছিল-
১ম পোস্ট : নারী তার সম্মান নিয়ে বাঁচুক
ভাবলাম তিনদিনেই যেহেতু সেফ হবো কাজেই পোস্ট দিতে থাকি । সেই ভেবে দ্বিতীয় পোস্ট দিলাম ।
২য় পোস্ট : সামাজিক লিঙ্গ
মডারেশন স্ট্যাটাসের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে যায়...কিন্তু তিনদিন পার হয়েও তো সেফ হই না
তারপর মনের দুঃখে "আরজু পনি" নিক থেকে নারী সম্পৃক্ত কিছু পোস্ট বাছাই করে এখানে জমা করতে থাকলাম ।
রিপোস্ট :
৩য় পোস্ট : সৌদি নারী..... অত:পর রোকেয়া!!!
৪র্থ পোস্ট : নারী....আর কতোকাল রবে শুধুই অর্কিড হয়ে!!!
৫ম পোস্ট : বোকা নারী!……..সমান অধিকার নয়, বল ন্যায্য অধিকার চাই (একটি ভাববাদী পোস্ট!)
৬ষ্ঠ পোস্ট : ।।নারী-পুরুষ নিয়ে একটি বৈষম্যহীন সমাজের কথা বলি।।
এতে একটা সুবিধে হয়েছে যে, মনের কষ্ট কমতে শুরু করলো । সেফ হওয়ার আগ পর্যন্ত এখানে আরো রিপোস্টের পরিকল্পনা ছিল। এখন কী করবো তাই ভাবছি। তবে ...
এটা কি "আরজু পনি"-র নিক নাকি আর কারো ভুয়া নিক (সহব্লগার গিয়াস উদ্দিন লিটন) ? সত্যায়িত হওয়া জরুরী :
♣বহুরূপী উপাখ্যান (মাল্টি নামা)♣র শেষের দিকে কনফেশনে দেয়া আছে লিঙ্ক । কাজেই এই নিকের সত্যতা যাচাই করতে "মাল্টিনামা" পোস্টটা পড়লেই হবে ।
তবে এই নিকের কী প্রয়োজনীয়তা ছিল ? (সহব্লগার ইখতামিন)
এই প্রশ্ন আসতেই পারে...তার ব্যাখ্যা দিতে বাধ্য নই আমি ।
তবে আমি যেহেতু এই ব্লগের ব্লগারদের আপনজন মনে করি...তাই ব্যাখ্যা দেওয়াটা জরুরী মনে করি ।
১. "মাল্টিনামা" পোস্টটি যখন দেই তখন মাথা গরম ছিল...সেটা একটা কারণ ।
২. এছাড়া নিজের নামে মাল্টি খোলার মতো সাহস অনেকেরই নেই...সেই জেদ থেকেও এই নিক । (দুই নম্বরী যা করি আড়ালে অন্য নিক থেকেই করি...এই মানসিকতা যেনো আমার ভেতর না থাকে)
৩. "আশা জাগানিয়া" নিকটা খুলেছিলাম যেনো ওই নামে আর কেউ নিক নিতে না পারে । সেই একই উদ্দেশ্য ছিল এই নিক খোলার ব্যাপারেও...।
এই নিক থেকে ব্লগিং করবো কি?
জানিনা...নিয়মিত, অনিয়মিত নাকি পর আর কোন পোস্টই আসবে না কিছুই জানিনা । ভবিষ্যতই বলে দিবে ।
তবে ব্লগিং করার টার্গেট সময় থেকে বেশি সময় খরচ হয়ে যাচ্ছে...এই ব্যাপারে আমাকে আরো সতর্ক হতে হবে ।
এক সপ্তাহ পর সেফ হলাম ।
সবাই অনেক ভালো থাকুন।
নিরাপদে থাকুন ।
সুস্থ এবং দায়িত্বশীল ব্লগিং করুন।
আপনাদের মঙ্গল হোক ।
--------------------------------------------------------
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখা মানুষটি এখন সেফ ব্লগার
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮