আমার বুজুম ফ্রেন্ড ফয়সাল আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে সিদ্ধান্ত নিছে জীবনেও সে বিয়ে করবে না।
তারপরও মানুষের সাথে সাথে কারণগুলোও আলাদা হয় । এছাড়া সে যেমন সুপুরুষ (!!) তাতে এই সিদ্ধান্ত জাতির উপর (অনলি নারী ) যে কি ভয়ানক ইফেক্ট করবে সেটার ব্যাপারে তার কোন ধারনা নাই । তাই জাতির বৃহত্তর স্বার্থে একদিন সবাই গিয়া ধরলো, "কেন বিয়া করবা না।"
ফয়সালের জবাব, " ভয়ে।"
বিবাহে তার ভয় নাই, ভয় বৌকে। যে জীবনেও বিবাহ করে নাই তার আবার বৌকে ভয় !!? কেমনে কী !!!?
ফয়সাল বললো-" অনেক আগে একবার বন্ধুর বিয়ে খাইতে গেছিলাম। ভীড়ের মধ্যে হঠাৎ এক মহিলার শাড়ীর আঁচলে পা পইরা গেলো। সেই মহিলা ঘুইরাই কইলো, চোখের মাথা খাইছো? দেইখ্যা হাঁটতে পারো না? এক চরে দাঁত ফালাইয়া দিবো। কোনো কান্ডজ্ঞান নাই। আন্ধা কোনখানকার।
এইটুক বলার পরই সেই মহিলার চোখ পড়লো আমার উপর। জিহবায় কামড় দিয়া কয়, ও সরি, আপনি। আমি ভাবছিলাম আমার হাজব্যান্ড।"
সেই কথা ফয়সাল ভাবলে এখনও আইতকা ওঠে। তারপর থেকেই তার প্রতিজ্ঞা, জীবনেও বিবাহ করবে না।
এবার পুরান একটা গল্প কই :--
চোর ধরা পড়েছে। ধরলো আবার দবিরের বউ সখিনা। খালি ধরাই পড়েনি, সখিনা তাকে এমন মার দিয়েছে যে বেচারা চোর হাসপাতালে।
আসলো পুলিশ।
পুলিশ সখিনাকে ধন্যবাদ দিয়ে বললো-এই বেটা দাগী চোর। বহুদিন ধরে খুঁজছি। তা আপনি একা একজন মেয়ে মানুষ ধরলেনই বা কিভাবে আর এভাবে মার দিলেনই বা কিভাবে?
সখিনা- আসলে এটা যে চোর আমি বুঝতে পারিনি । অনেক রাত ছিলোতো। আমি ভেবেছিলাম আমার স্বামী বাসায় ফিরেছে।
---
নচিকেতা , গুরু তুমি কুতায় ..??!