"কোনো দেশের সবচেয়ে বড় শত্রু সেই দেশের অযোগ্য শাসক ।"
... অ্যারিস্টটল
ঘাতকের হাতে নিহত আমাদের প্রয়াত অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বিশ্বব্যাংকের প্রধান ম্যাকনামারাকে একবার বলেছিলেন - "ধার চাই না। আমার কিছু গরু আর গরু বাঁধার রশি চাই। গরু দিয়ে হাল চাষ হবে আর রশি দিয়ে সেগুলোকে বেঁধে রাখতে হবে।"
আসলে তিনি ব্যাঙ্গ করে বলেছিলেন যে, উন্নয়ন তোমাদের মতো করে নয়। আমার মতো করে হবে। আমার দেশের প্রয়োজন আমি বুঝি। আমার দরকারে ধার দিলে দাও। নইলে ধার দরকার নেই।
গরু যদি আমার হয়, আমি ঠিক করবো, রশি দিয়ে বাঁধবো নাকি জবাই করে খাবো।
এইরকম শক্তিশালী মানুষ দরকার ছিল এখন। দরকার ছিল এমন মানুষের যাদের সত্য বলার সাহস আছে। যাদের মনে দেশপ্রেমের সুললিত মাধুর্য্যে গড়া সাহস আছে ।
দেয়ালে পিঠ ঠেকে গেলে নাকি মানুষ জেগে ওঠে। দেয়ালটা কি অনেক পেছনে/ নাকি আমরা আসলে সলিল সমাধি নিচ্ছি !?!
পানিতে ডুবছি, তাই বুঝতে পারছি না ঠিক কতটুকু ডুবেছি। আর কত অপেক্ষার পালা ফূরোলে আমাদের চেতনার ঘুম ভাঙবে ...??
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ....!!! কেতাবী বুলিতে এখন আর মন ভরেনা । স্বাধীনতা এখন কাঁটাতারে ঝোলা 'ফেলানী' হয়ে যন্ত্রণায় বিদ্ধ করে ।
স্বাধীনতা মানে কেবল পেট ভরে খাওয়া নয়। স্বাধীনতা মানে কেবল ধনী হওয়া নয়। স্বাধীনতা মানে মৃত্যুর সময় জেনে যাওয়া যে আমরা পরাজয় স্বীকার করিনি। বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার জন্যই প্রান দিয়েছিল। যে স্বাধীনতা তাকে বলবে আমি কারো পদানত নই, আমি দরিদ্র কিন্তু আমরা আমাদের দারিদ্র ভাগ করে নিতে জানি। আমরা অসহায় হতে পারি কিন্তু আমরা দুর্বল নই। আমরা জানি কি করে জয়ী হতে হয়। আমরা জানি কি করে পাল্টে দিতে হয় এই দূর্নীতি আর অত্যাচারের সমাজকে।
শেখ হাসিনা/দ্বিপু মনি কি ভারতকে আমাদের পক্ষ হয়ে একটা ধমক দিতে পারেন !?!
শুধু একবার আমাদের বলতে পারেন, কারো মুখাপেক্ষী হয়ে অন্যায়কে মেনে নেয়া নয় । সার্বভৌমত্ব/বিবেক/স্বাধীনতাকে বিক্রি করে আপোষ নয় । না খেয়ে থাকতে রাজী আছি, অপমান সহ্য করে নয়।