প্রেমিকার দিশেহারা চোখে তুমি খুজেছ ভালোবাসা
পাবে কেন বল?
ও চোখে ছিল শুধু অস্থিরতা, ভালবাসা যা ছিল সব তোমাতে
প্রেম বলে থাকে যদি কিছু , বল’ত ভালোবাসা কোথায়?
“সত্য আর সততা, মিথ্যা আর আবিচার
বল ত ভালোবাসা - প্রেম, তিনি কোথায় এবার!”
সত্যের সাথে প্রেমের আজন্ম বিরোধ
তবুও ত প্রেম আসে সত্য ভ্রষ্ট হলে
সততা থাকবে কেন বল ত আমায়?
মিথ্যার মায়াজালে জড়িয়ে আছে প্রেম
অবিচার যেন শুধু ভালবসারই ধ্যান ৷
তবুওত প্রেম আসে প্রেমিকের উদভ্রান্ত চেহারায়
হতাশার ধূলিমাখা সপ্ন কাদায়।
পৃথিবী ঘুরে চলে আপন কক্ষপথে
এখনওত রাত শেষে দিন আসে
প্রতিদিন ভোরবেলা খবরের কাগজেতে
প্রেমিকার এসিডদগ্ধ মুখ ভাসে।
হাসপাতালের বিছানায় প্রেমিকার দিন কাটে
প্রেমিক রাত্রি যাপন করে আবদ্ধ কারগারে
প্রেমের সাথে চলে সত্যের বিরোধ
একদিন সত্য প্রকাশ চায় ,প্রেমিক মুক্তি পায়
প্রেমিকার বাবা তার ভুল শোধরাতে যায়
কিন্তু হায়! সত্যের মুক্তিপণে প্রেম কোথায় হারিয়ে যায় !?!
তবুওত ভালোবাসা একই খাতে বয়ে যায়।
“সত্য আর সততা, মিথ্যা আর আবিচার
বল ত ভালোবাসা - প্রেম, তিনি কোথায় এবার!”
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫