রাসেলকে নিচে রেখে তরতর করে উপরে উঠে গেল নিলি/
দড়াম করে নিজের ঘরের দরজা লাগালো/ ধপ্ করে বিছানায় শুয়ে পড়লো /
বাইরে থেকে আসলেই কেন যেন অনেক টার্য়াড লাগে ওর , মনে হয় রাজ্যের মাটি টানার কাজ করে এসেছে অথবা দুই হাতে রাবার পেচিঁয়ে সুড়ুঁকি ভেঙেছে / নিলি এই সমস্ত জীবনের গল্প কি তেমন একটা জানে না/ কিন্ত অনেক মজা লাগে যখন দেখে হাফঁ ডজন ছোট ছোট ছেলে মেয়ে আর একটি রোগা পাতলা মা এত্ত বড় একটা পাতিলে কিছু একটা রাঁধছে/ নিলির দেখেতে ইচেছ করে একটু ঢাকনীটা তুলে , আসলে কি আছে কিছু ? নাকি সেই গল্পের মত গরম পানি ফুঁটছে ? আর ছেলে পেলে তীর্থের কাকের মত বসে আছে ভাতের আশায় ? আর মা অপেক্ষা করছে ওদের ঘুমিয়ে পড়ার /
ঘরের অন্ধকার আরো গাঢ় হতেই বিছানা ছাড়ে নিলি/ একটু সুবাস যেন অন্ধকারকে ছুঁয়ে আছে/
কিছু একটা যেন নিলিকে টানছে /পৃথিবীর অন্য কোনো সুগন্ধি/ ভালো লাগায় শির্ শির করে উঠে সমস্ত শরীর/ বারান্দায় এসে দাড়ায় নিলি/
এই ভালো লাগা কি শুধুই বারান্দার হাসনুহেনা আর কামিনী ? না অন্য কিছু/
জানে নিলি উত্তর/কিন্তু স্বীকার করতে চায় না/
ব্যাপারটা এমন –আসলে আমি এখানে কারো জন্য দাড়িয়ে থাকি না, ফুল ভালোবাসি বলে সারা সন্ধ্যা এখানে দাড়িয়ে দাড়িয়ে মশার কামড় খাই / কারন ফুল ফুটুক আর নাই ফুটুক সারা সন্ধাই আমার বসন্ত/
নিলির পরনে হালকা সালোয়ার কামিজ/ চুল টেনে বেধেছে /অন্ধকার একটু একটু করে আরো অন্ধকার হচ্ছে/বেশ গরম/তেমন বাতাসও নেই /তাও নিলি রেলিং ধরে দাড়িয়ে থাকে /কি এক প্রত্যাশায় তার দু’চোখের নিকষ কালো ঘন পাপড়িঁ থর থর করে কেপেঁ কেপেঁ উঠে/
সামনের ব্যালকনীর ওপাশের জানালাটা আজও বড় অন্ধকার /
এত বেশী অন্ধকার , এত বেশী চুপচাপ নিলির যেন আর সহ্য হয় না /
ওই যে দুরের জমাট বাধা অন্ধকার ,নিলি জানে ঐ অন্ধকারের একটা রহস্য আছে /এই রহস্য নিলিকে খুব করে কাছে টানে/নিলির ইচ্ছে হয় ছুটে ওই বন্ধ জানালার অন্ধকারে হারিয়ে যেতে/ সপেঁ দিতে নিজেকে /
বলতে ইচ্ছে করে , কে তুমি অন্ধকারে দাড়িয়ে ,আমাকে একটু একটু করে ছুঁয়ে দিচ্ছো !! সম্পুর্ন ছুঁয়ে দাও- ছুঁতে দাও আমাকে /আমি ওই অন্ধকারেই রয়ে যেতে চাই/
কিছুই বলা হয় না /গাল বেয়ে নামতে থাকে না বলা কথা গুলি/ আজও জানালার পর্দা তেমনি নিরব থাকে , সরে যায় না একপাশে /কেউ একজন নিরবে এসে দাড়ায় না /মুখোমুখি দাড়িয়ে থাকে না অনেকক্ষন সে আর /
শুধু নিলিই দাড়িয়ে থাকে সেই অন্ধকারের ছায়াসংগীর জন্য/
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯