বালিকাদের হৃদয় হরন আমার কাছে তেমন নতুন কোনো ব্যাপার না/ মন হারানোর জন্য বালিকারা নিজে নিজেই আমার কাছে ধরা দেয়/
আর সেই কারন টা আয়না আমাকে বলে দিত প্রতিদিন/
আয়না দেখি না কত দিন ??
অনেক দিনের না কাটানো দাঁড়িতে হাত বুলাই একবার/ না জানি উকুন হইছে কত গুলা /
তাতে কি আর এখন আসে যায় কিছু !!
হারিয়ে গেছে আমার সন্ধা বালিকা !
তখনও মনে হতো সে সন্ধা তারা ! ক্ষনিকের !পাওয়া যাবে না তাকে কিছুতেই /
কিন্তু আমি কি পেরেছি এর থেকে বের হয়ে আসতে ??
হুমায়ুন স্যারের এক জরুরী কথা মনে পড়লো /
’খুব বেশী যাকে পছন্দ করবে সে তোমাকে গ্রাস করে ফেলবে / কখন যে করবেতুমি বুজতেই পারবে না /মানুষের মধ্যে আছে ঝিনুক স্বভাব / ঝিনুক কি করে ?মুখ হা করে থাকে /ধরা যাক তুমি কোন একটা ঝিনুককে খুব বেশী পছন্দ করে ফেললে - তুমি তখন করবে কী,
তার পেটের ভিতর গুটিশুটি মেরে শুয়ে পড়বে/ ওম্নি ঝিনুক তার ডালা বন্ধ করে ফেলবে/ সেই ডালা খুলে তুমি আর কখনো বের হতে পারবে না/ চির জীবনের জন্যে ঝিনুকের ভেতর আটকা পড়ে যাবে / ‘ আমিও কি সেই ঝিনুকের মধ্যে ?
এই যে আফনার মতবল টা কি ? আমাগো জায়গা দখল কইরা বইয়া আছেন ক্যান ?
একটু থামে , নতুন দালাল নাহি ?
হা হা হা শেষ পর্যন্ত নিশিকন্যাইদের দালাল! হা হা হা হা .......
ওরা যেন একটু থমকে গেল আমার হাসি শুনে / আরে যাবেই তো / জানি আমি আমাকে /
আমাকে তোমাদের তাই মনে হয় ?
আবারও সেই হৃদয় হরন করা হাসি হাসলাম/
ঘায়েল হলো কন্যারা /
থত্ মত্ খেয়ে একজন বললো , না না হেইডা বুঝাই নাই , তয় আপনারে ভদ্র ঘরের পোলা মনে অইতাছে/ এইহানে কেন বইয়া আছেন বুঝন দরকার /
কেন দরকার ?
আরে কি তা কন ?
কত কিছিমের মানূষ আহে এহানে সন্ধা নামলে, আপনি কোন কিসিমের জানন দরকার না ?? নারে আম্বি কি তা কস ?
সবচেয়ে লম্বা কন্যা থামতেই বললাম, সুখী কই জাণো ?
আবারও বিরাট রকম ধাক্কা খেলো যেন /
তারপর সংগে সংগে গা দুলিয়ে বললো, ক্যান সুখীরে ক্যান ? আমাগো পছন্দ অয় না বুঝি?
নিরাপদ দুরত্বে দাড়িয়ে থাকা দুই নিশিকন্যা আমার গা ঘেষে বসে পড়লো/
সস্তা পাউডারের গন্ধ আমার সারাদিনের অভুক্ত শরীরটাকে নাড়িয়ে দিল/
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪