সামু প্রতিষ্ঠার দিকেই ব্লগে আমার বিচরন শুরু। পড়তেই বেশি ভালোবাসতাম তখন। টুকটাক কিছু লিখতাম তখন। পরে এই ব্লগে অনেক নিয়মনীতি চালু হলো। এই শব্দ লিখা যাবে না, ওই শব্দ লিখা যাবে না। লেখা পোস্ট করার আগে স্ক্রিনিং হতো। সেই বিরক্তি থেকে অনেকদিন ব্লগেই আসিনি। ২০১৬ এর দিকে আবার বিভিন্ন লেখা পড়তে ব্লগে আসা শুরু করি। এখনো পড়ি বেশি, লিখি কম। আমার পরিসংখ্যান নিচে দিলাম।
সামুতে আমার পরিসংখ্যান:
পোস্ট করেছি: ১৭টি
মন্তব্য করেছি: ৩২১টি
মন্তব্য পেয়েছি: ১৩০টি
ব্লগ লিখেছি: ১৩ বছর ১ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ২ জন
ব্লগের এখন পড়ন্ত বিকেল। আগের মতো জমজমাট অবস্থা নাই। তার উপর বেশ কয়েকবছর ধরে ব্লগে চলছে বুলয়িং। কার কত ব্লগ পোস্ট তার উপর হিসাব করে ঝাড়ির মাত্রা ঠিক করা হচ্ছে উত্তর প্রতিউত্তরে। ব্লগে যদি নতুন সদস্য আগমন থাকতো নিয়মিত হিসেবে, তাহলে সবাই বুঝতে পারতো, এখানে সবাই বুড়া না, কিছু নতুন ও আছে। এখানে সবাই লেখকও না। কিছু পাঠক ও আছে। নতুনরা না আসলে পুরোনোরা মজা হারিয়ে ফেলবে। এক লেবু আর কত রস দিবে? নতুন লেবু দরকার। মডুরা নতুন ব্লগার আনার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না কেন জানি না।
সবশেষে টুইটার এ ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ হওয়ার আগে তার পরিসংখ্যানটা তুলে ধরার ইচ্ছা পোষণ করছি। টুইটার এ ট্রাম্প এর মতো বড় "টুইটার" কেউ ছিল না। বেশি পোস্ট করলেই বড় জ্ঞানী হওয়া যায় না, সেটা ট্রাম্প প্রমান করে দিয়ে গেছে।
বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েই সামু যাত্রা শুরু করেছিল। সবার বাকস্বাধীনতার অধিকার চর্চা করতেই ব্লগে আসে। কারো প্রকাশিত মতামতকে পায়ে ঠেলা লোকজনকে সামগ্রিকভাবে বর্জন করা উচিত।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৩৩