এমনেই শুভেচ্ছা দিলাম, শুভেচ্ছা জানাতে দিনক্ষন লাগে না।
কিছুদিন ধরে ব্যস্ত সময় যাচ্ছে, মাঝে মাঝে ব্লগের প্রিয় মানুষজনের লেখা পড়ি চাকরির ফাঁকে, কিন্তু ওভাবে বসা হয় না।
আরও কিছুদিন ব্যস্ততা যাবে, সবার কাছে দোয়াপ্রার্থী।
ততদিন শুভেচ্ছা নিন, ভাল থাকুন।
ভালবাসা দিবসে বউয়ের ভালবাসা নিয়ে অনেক কিছু লেখার ইচ্ছা ছিল। মনে হয় সামনের বছর লিখতে হবে। এবার আর হল না।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০১