আজকের অনুষ্ঠানের একটি সাধারন খরচের হিসাব । এইভাবে এই উদ্দেশ্যে খরচকে যারা অপচয় মনে করেন , তাদেরকেই আমি বাঁকা চোখে দেখতে চাই, আর সে আমার যত প্রিয় মানুষই হোন না কেন ?
আমি নিশ্চিত হয়তো তার বোঝার ভুল আছে , অথবা তার উদ্দেশ্য ভিন্ন । আসেন ৯০ কোটি টাকার একটা ক্ষুদ্র অংশের একটা লামসাম বেসরকারী হিসাব করি, ভুল হইলে ধরাইয়া দিয়েন।
পাউরুটি- ২ টা x ১০/- = ২০/-
আপেল -১টা x৩০/- = ৩০/-
জুস - ১টা x১৫/- = ১৫/-
কেক- ২টা x১০/- = ২০/-
বিস্কিট- ১প্যা. x১২/- = ১২/-
পানি - ১টা x১৫/- = ১৫/-
স্যলাইন- ১টা x৫/- = ৫/-
--------------------------------
মোট--- /- ১১৭/-
ক্যাপ- ৪০ টাকা
ব্যাগ- ৫০ টাকা
লিরিক্স- ১০ টাকা
পতাকা- ১০ টাকা
--------------------
মোট - ১১০ টাকা
সর্বমোট- ২২৭ টাকা ,
একটা রাউন্ড ফিগারে নিয়ে আসি
= ২২৭ টাকা/জন তাইলে দাড়াইল=
৩,০০,০০০ x ২২৭ টাকা = ৬,৮১,০০,০০০টাকা ;
অনুষ্ঠানের মোট বাজেট ছিল----৯০,০০,০০,০০০ টাকা।
পুনশ্চঃ গার্মেন্টস শ্রমিকদের কালকের বেতন দেয়া হবে।