সবাইকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামুলক নয়।
১ নং প্রশ্ন- শাহবাগ আন্দোলনের মুলদাবী যুদ্ধাপরাধীদের ফাঁসি থেকে ইদানিং শাখা প্রশাখা ছড়িয়ে মাহামুদুর রহমান পর্যন্ত এসেছে তা যৌক্তিক কি?
২ নং প্রশ্ন- সকল ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধের দাবী থেকে সরে এসে সরকারের সংগে সুর মিলিয়ে শুধুমাত্র জামাত-শিবির বন্ধের দাবী ওঠেছে তা কতখানি সঠিক?
৩ নং প্রশ্ন- ধর্ম ভিত্তিক রাজনীতি চালু থাকলে আবার জামাত-শিবির এর মত আর একটি দলের জন্ম হবে না তার গ্যারান্টি কে দেবে?
৪ নং প্রশ্ন- রাজীব (থাবা বাবা) হত্যার আসামীদের ধরার জন্য আল্টিমেটাম বা জোড়ালো দাবী তোলা হচ্ছে না কেন শাহবাগ আন্দোলন থেকে?
৫ নং প্রশ্ন- কিছু নাস্তিক ব্লগার দের লেখা (যেগুলো আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে) সেগুলো সত্য না মিথ্যা?
৬ নং প্রশ্ন- ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার খবর প্রথম ইনকিলাব পত্রিকায় প্র্রকাশিত হওয়ার পরেও কেন উক্ত পত্রিকার বিরুদ্ধে কোন আন্দোলন হচ্ছে না কেন?
৭ নং প্রশ্ন- শাহবাগের আন্দোলন থেকে যে সব দেশীয় প্রতিষ্ঠান বর্জনের ডাক দেওয়া হচ্ছে সে সব প্রতিষ্ঠানের উপর হামলা করে লুট পাট করা কতটা যুক্তিযুক্ত?
৮ নং প্রশ্ন- ট্রাইবুনাল স্বাক্ষ্য প্রমান দেখে রায় প্রদান করাটা আইনানুগ হবে না শাহবাগের আন্দোলনের চাপে রায় দেয়াটা আইনানুগ হবে?
৯ নং প্রশ্ন- স্বাধীন, সার্বভৌম (সরকারের মতে) ট্রাইবুনালের রায় মেনে নেয়া উচিত না বর্জন করা উচিত?
১০ নং প্রশ্ন- শাহবাগ আন্দোলনে ইদানিং স্লোগান কন্যা খ্যাত লাকিকে দেখা যাচ্ছে না কেন?