ক্যারম বাংলাদেশের একটি জনপ্রিয় খেলার নাম। পথে ঘাটে, বাড়িতে, বাজারে, ক্লাবে কোথায় নাই ক্যরম বোর্ড খেলা??
কিন্তু দুঃখজনক হলেও সত্যি খেলাটি এত জনপ্রিয় হওয়ার পরেও এ খেলার নির্দিষ্ট নিয়মাবলী অনেকেরই জানা নাই। যে যেখানে যেভাবে খেলে সেটাই যেন নিয়ম। ফলে অনেক সময় দেখা ছোট খাট ব্যাপার নিয়ে বড় ধরনের ক্যাচাল বেধে যায়।
তেমনি ঘটেছিল গতকাল। আমি ও আমার কলিগেরা মিলে গতকাল ক্যরম খেলছিলাম। হঠাৎ বেধে গেল ক্যাচাল এবং তা অনেকদুর পর্যন্ত গড়িয়েছে। কি নিয়ে ক্যাচাল বলছি শুনুন।
পকেটের নিকটে আমার একটি গুটি দিয়ে বিপক্ষ দলের ২টি গুটি ধরে রেখেছি। বোর্ডে দুই পক্ষেরই আরও ৪/৫টি করে গুটি আছে। এমতাবস্থায় বিপক্ষ দলের এক খেলোয়াড় নিজের গুটি মারতে গিয়ে সরাসরি আমার পকেটের নিকটে যে গুটি দিয়ে ওদের ২টি গুটি ধরে রেখেছি তা ফেলে দেয়। উল্লেখ্য যে ওদের কোন গুটিতে টাচ ছাড়াই আমার গুটিটি ফেলে দেয়। এমতাবস্থায় আমি গুটিটি পকেট থেকে ওঠিয়ে আবার আগের স্থানে রেখে দেই। আমার যুক্তি হলো তাদের কোন গুটি টাচ্ ছাড়াই আমার গুটি সরাসরি পড়ার কারনে গুটিটি আগের স্থানে থাকবে। কিন্তু বিপক্ষ দলের খেলোয়াড় তা মানতে রাজি নয়। তাদের যুক্তি হলো তারা তো ইচ্ছা করে ফেলে দেয় নাই । নিজের গুটি মারতে গিয়ে পড়ে গিয়াছে এবং যেহেতু বোর্ডে আরও অনেক গুটি আছে সেহেতু পড়ে যাওয়া গুটিটি ওঠানো যাবে না।
এটা নিয়েই বেধে যায় ক্যাচাল।।
ব্লগের সব ভাই-বোনেরা অবশ্যই ক্যরম খেলেছেন এবং অনেকেই আছেন যারা খেলাটির নিয়ম কানুন ভাল বোঝেন। আমি মুলত তাদেরই শরনাপন্ন হয়েছি। আসলে সমাধান টি কি হবে।।।।।।।।।
আর হ্যা যদি ক্যারম খেলার লিথিত সংবিধান / নিয়মাবলী থাকে (বাংলায়) তবে অবশ্যই ডাউনলোড লিন্ক দিয়ে সহযোগীতা করবেন।